আজ মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ইং
ছাতক প্রতিনিধি :: ছাতকে সড়ক দুর্ঘটনায় রাজু আহমদ (২০) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের আনখা মিয়ার পুত্র।
বুধবার (২৬ মে) দুপুরে ছাতক-জাউয়া সড়কের আছাকাছর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে জাউয়াবাজার যাওয়ার পথে মোটসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।
স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজু আহমদের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেই রয়েছে।
উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-৫