আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ভারতের চলচ্চিত্রে কণ্ঠ দিলেন নোবেল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৩ ০১:০৪:৫২

বাংলাদেশের ছেলে নোবেল। কলকাতার সারেগামাপর দৌলতে দুই বাংলাতেই জনপ্রিয় হয়ে উঠেছেন। তবে এবার তিনি কলকাতার চলচ্চিত্রে গান গাইলেন। অনুপম রায়ের কথা ও সুরে এই গান গেয়েছেন নোবেল। গানটি তৈরি হয়েছে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ’ভিঞ্চিদা’ ছবির জন্য।

সম্প্রতি গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। বড় ব্যানারের নামকরা পরিচালকের ছবিতে জীবনের প্রথম প্লে ব্যাক গাইতে পেরে নোবেল খুবই খুশি। নিজেকে তিনি গর্বিত মনে করছেন বলে জানিয়েছেন।

নোবেলকে নির্বাচন করা নিয়ে অনুপম বলেন, সারেগামাপার অনুষ্ঠানেই নোবেলে সঙ্গে আমার আলাপ। ছেলেটির সঙ্গে কথা বলে ভালো লেগেছিল। আর গানটা ও ভালোই গায়। ইউটিউবেও ওর কিছু গান শুনেছি আমি। সেগুলিও বেশ ভালো।

অনুপম আরো বলেছেন, আমি সবসময়ই নতুন কন্ঠের খোঁজে থাকি। তাই মনে হয়েছিল নোবেলকে একটা সুযোগ দেওয়া যেতে পারে। নোবেল যে গানটি গেয়েছেন সেটি হল, ’তোমার মনের ভেতর’। যে ছবিতে গানটি ব্যবহৃত হয়েছে সেটি থ্রিলার ধরনের ছবি। তাই গানটিতে রকের মেজাজ রয়েছে।

শেয়ার করুন

আপনার মতামত দিন