আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

'থলথলে বউদি' বলায় যা বললেন শ্রীলেখা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-২৭ ২০:০৩:৩৯

সিলেটভিউ ডেস্ক :: শরীর নিয়ে বিরূপ মন্তব্যের জবাবটা ভালোভাবেই দিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিনেত্রী ও বিজেপি সমর্থক রিমঝিম মিত্রের মন্তব্যের সমালোচনা করে বুধবার বামপন্থী এই অভিনেত্রী বলেন, 'এ শরীরের প্রত্যেকটা ভাঁজ একান্ত আমার।'

টালিগঞ্জের ভেতরে বা বাইরে, শরীরের আকার ও গঠন নিয়ে কটূক্তি শুনতে অভ্যস্ত শ্রীলেখা। কখনো শুনতে হয়েছে 'মোটা', কখনো বা 'এত তো শরীর চর্চা করেন, কই কমেননি তো একটুও।' বুধবার সেই কথাগুলোর জবাব দিলেন তিনি। ছবি দিলেন ফেসবুকেও।  শুধু ছবি নয়, অভিনেত্রী রিমঝিম মিত্রের করা মন্তব্যকেও সামনে এনেছেন শ্রীলেখা। গত মার্চে ওই মন্তব্য করেছিলেন রিমঝিম।

রিমঝিম লিখেছিলেন, ‘থলথলে বউদি আমায় ব্লকিয়েছে। কমরেট মাংসপিণ্ড কি এটা ঠিক করল আমার সঙ্গে’?

একটি কাঁধ খোলা জামা পরে ছবি দিয়ে এবার শ্রীলেখা লিখেছেন, 'এই পোশাকের ট্যাগটা এখনো রয়ে গিয়েছে। বাইরে কখনো পরিনি। দিনের পর দিন ইন্ডাস্ট্রির এবং সাধারণ মানুষরা বডি শেমিং করেছে তথাকথিত ‘মোটা’ হওয়ার জন্য। দিদি এত জিম করেন, কমেননি একটুও। আমার থেকে বেশি যেন বাকিদের বারো মাসের সমস্যা এটা।'

তিনি লিখেছেন, 'আমি তো স্বঘোষিত ফুডি এবং জিন বা খাবার হজম করার শক্তি যা-ই বলুন না কেন, আমি জানি আমি গোলগাল। যাক গে, আমি নিয়মিত শরীরচর্চা করি। জোর গলায় বলতে পারি, ৪০ বছরের মাঝামাঝি এসে ২০ বছর বয়সের থেকেও বেশি ফিট আছি। তখন কাজ হারানোর ভয়ে হাঁটুর ব্যথা পর্যন্ত লুকিয়ে কাজ করতাম। এখন তা আর নেই।'

শ্রীলেখা লিখেছেন, 'সব শেষে এখন একটাই কথা বলতে চাই- আমার এই পোশাকটি ফিট হয়েছে, আর এ শরীরের প্রত্যেকটা ভাঁজ একান্ত আমার। বিষয়টা ফিট থাকার ফ্যাট নয়। ঘূর্ণিঝড় ইয়াস থেকে সুরক্ষিত থাকুন।'

নিজের এই পোস্ট সম্পর্কে শ্রীলেখা ফোনে জানান, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ করে কথাটি তিনি লেখেননি। যারা কোনো মানুষকে তাঁর শরীর নিয়ে ন্যক্কারজনক মন্তব্য করেন, তাদের জবাব দিয়েই পোস্টটি দিয়েছেন তিনি।




সৌজন্যে : কালের কণ্ঠ
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১৯

শেয়ার করুন

আপনার মতামত দিন