আজ শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ ইং

‘সালমানের কারণে আমার আর ঐশ্বরিয়ার মধ্যে তুলনা করা হয়’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-২৮ ২২:০৬:২০

সিলেটভিউ ডেস্ক :: বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বারবারই তুলনা করা হয় অভিনেত্রী স্নেহা উল্লালকে। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি ফটোশুটের ছবি শেয়ার করেন স্নেহার। সেখানে তাকে হুবহু ঐশ্বরিয়ার মতো দেখাচ্ছে।

কালো-সাদা মনোক্রোম ছবিতে তাকে ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে। ঐশ্বরিয়া ভক্তদের অবশ্য সেই ছবি নজরে এসেছে।

স্নেহার ছবির কমেন্ট বক্সে একজন লিখেন, 'একবার তো দেখে মনে হলো ঐশ্বরিয়া।' আবার কেউ লিখেছেন, 'হায় ঐশ্বরিয়া রাই।' অন্য একজন লিখেছেন, 'ঐশ্বরিয়া রাইয়ের জেরক্স কপি।'

২০০৫ সালে সালমান খানের হাত ধরে বলিউডে পা রাখেন স্নেহা উল্লাল। তার প্রথম ছবি 'লাকি: নো টাইম ফর লাভ'। যেহেতু সালমানের প্রাক্তন প্রেমিকা ঐশ্বরিয়া, তাই দুজনের মুখের মিল নজর এড়ায়নি ভক্তদের।

বলিউডে অভিষেকের এক বছর পর হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্নেহা জানিয়েছিলেন, তিনি অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের অনেক বড় ভক্ত। তার কাজ, ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্যে তিনি খুশি। তবে ঐশ্বরিয়ার সঙ্গে তার মুখের মিল নিয়ে যে তুলনা চলে, সে বিষয়ে মোটেও খুশি নন বলে তিনি জানান।

স্নেহা আরও বলেছিলেন, 'আমি আমার নিজস্ব স্বতন্ত্রতা রাখতে চাই। আমাকে তার মতো দেখতে হলে আমি কী করতে পারি? আমার চেহারার পরিবর্তন করতে পারব না। আমি আমার নিজের কাজ এবং সাফল্যের জন্য পরিচিত ও স্বীকৃত হতে পছন্দ করি।'

স্নেহা আরো বলেছিলেন, তিনি একবার ঐশ্বরিয়ার সঙ্গে দেখা করেছিলেন এবং তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। এক অনুষ্ঠানে তাদের দুজনের সাক্ষাৎ হয়েছিল। দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হয়েছিল।

২০০৯ সালে এক সাক্ষাৎকারে স্নেহা জানিয়েছিলেন, তার এবং ঐশ্বরিয়ার তুলনা হওয়ার একমাত্র কারণ সালমান। স্নেহার কথায়, 'আমি সত্যিই মনে করি পেশাদারিত্বের সঙ্গে এই তুলনাগুলো আমার ক্ষেত্রে অন্যায় হয়েছে। আমি যদি লাকির মাধ্যমে আত্মপ্রকাশ না করতাম, তাহলে সব ঠিক হয়ে যেত। আমার তুলনা হয়েছিল ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে... শুধু সালমান খানের কারণে।'




সৌজন্যে : হিন্দুস্তান টাইমস
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক/ জিএসি-২৫

শেয়ার করুন

আপনার মতামত দিন