আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

পাইরেসির কবলে শাকিবের 'রংবাজ'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১২ ০১:০৩:১১

ঈদে ঢাকাসহ সারাদেশে মুক্তি পাওয়া চিত্রনায়ক শাকিব খান ও বুবলী অভিনীত 'রংবাজ' ছবিটি পাইরেসির কবলে পড়ছে বলে অভিযোগ উঠেছে। পাইরেসিকৃত ভিডিওতে দেখা যায়, রংবাজ ছবিটি পেন ড্রাইভ বা হার্ডডিস্ক থেকেই কপি করা হয়েছে।

ভিডিওর নিচে একটি হারবাল কোম্পানির স্ক্রল বিজ্ঞাপনও দেওয়া আছে।

এ ব্যাপারে ছবির প্রযোজক মোজাম্মেল হক সরকার জানান, ঈদের আগে থেকেই নান্টু নামে এক লোক ফোন করে চাঁদা দাবি করে ছবিটি পাইরেসি করবে বলে হুমকি দেয়। তখন ঈদের ছবি মুক্তি নিয়ে ব্যস্ততা থাকায় এ ব্যাপারে আমি গুরুত্ব দেইনি। বিষয়টি নিয়ে আমি র‌্যাবের অশ্লীলতা প্রতিরোধ বিষয়ক টাস্কফোর্সের কাছে লিখিত অভিযোগ করেছি।

উল্লেখ্য, ঈদে ঢাকাসহ সারাদেশের ১৬১টি সিনেমা হলে 'রংবাজ' ছবিটি মুক্তি পেয়েছে।

শেয়ার করুন

আপনার মতামত দিন