আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে শোক দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৫ ২১:৪৮:৪৫

ছাতক প্রতিনিধি :: নানা আয়োজনে ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকি ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সকালে কলেজের  অধ্যক্ষ মো. সুজাত আলী রফিকের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এক শোক র‌্যালি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে।

পরে কলেজ ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

সেখানে অধ্যক্ষ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বঙ্গবন্ধু হত্যার ইতিহাস তুলে ধরেন এবং ছাত্র-ছাত্রীদের কলেজ লাইব্রেরিতে সংরক্ষিত বঙ্গবন্ধু সম্পর্কে বিভিন্ন বই পড়ে তার সম্পর্কে বিস্তারিত জানার আহবান জানান।
 
উপাধ্যক্ষ মা. মহী উদ্দিন এর সভাপতিত্বে ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক বাবুল চন্দ্র দেব এর পরিচালনায় এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক মো. তৈমুছ আলী, অধ্যাপক জান্নাত আরা খান, প্রভাষক মো. আকবর আলী, প্রভাষক আমিন উদ্দিন, প্রভাষক তপন কুমার দে, প্রভাষক সনজিৎ নারায়ণ চৌধুরী, প্রভাষক  মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক আবুল হাসনাত, প্রভাষক শিল্পী সমাজপতি, প্রভাষক শাহীন রাজা চৌধুরী, প্রভাষক খলিলুর রহমান, প্রভাষক মো. কুতুব উদ্দিন, প্রভাষক আয়াস উদ্দিন ও অফিস সহকারী রাখাল কৃষ্ণ তারণ।

সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ মহোদয় বঙ্গবন্ধুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শেষে দোয়া মাহফিল ও শিরনী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সিলেটভিউ২৪ডটকম/ ১৫ আগস্ট ২০১৯/ মাহবুব/ শাদিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী