আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৫ ১৫:১৯:২৭

নিউইয়র্ক সংবাদদাতা :: নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে সামাজিক সংগঠন ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি’র ইফতার ও দোয়া মাহফিল।

ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার খলিল হালাল চায়নিজে সোমবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার মাহফিলে।

ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, মামুন’স টিউটোরিয়ালের কর্নধার শেখ আল মামুন, বিএসিসির জেনারেল সেক্রেটারি নজরুল হক, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, প্রবীণ সমাজ কর্মী আবদুর রব দলা মিয়া, যুক্তরাষ্ট্র জাসদের সেক্রেটারী নুরে আলম জিকু, চেয়ারম্যান লেইছ চৌধুরী, এসেনসিয়াল হোম কেয়ারের ব্রঙ্কস শাখার ম্যানেজার জালাল চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কমিউনিটি এক্টিভিস্ট মীর্জা মামুন, মামুন ইসলাম, হারুন আলী, আবুল খায়ের আখন্দ, মো. আলী, কামাল উদ্দিন প্রমুখ।

কমিউিনিটি নের্তৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার মাহফিল।

ইফতার মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল হাই। দোয়া মুনাজাতে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরু।



সিলেটভিউ২৪ডটকম/১৫ মে ২০১৯/এসএইচএস/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া