আজ মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ইং
এহসানুল ইসলাম চৌধুরী শামীম, যুক্তরাজ্য : ব্রিটেনের অন্যান্য শহরের মত নর্থাম্পটনে ও স্থানীয় কাউন্সিল নির্বাচনে মোট ৫ জন বাঙালী কাউন্সিলর জয় লাভ করেন। ওয়েস্ট নর্থম্পটন শায়ার কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর পদে কনজারভেটিভ পার্টি থেকে ৬৬ জন, লেবার পার্টি থেকে ২০ জন ও অন্যান্য পার্টি থেকে আরও ৭ জন কাউন্সিলর নির্বাচিত হন।
এ নির্বাচনে পাঁচ জন বাঙালী কাউন্সিলর হচ্ছেন স্পেন্সার -ডার্লিংটন ওয়ার্ড থেকে রফিয়া আশরাফ, কাসল ওয়ার্ড থেকে এনাম হক, সিক্স ফিন্ডওয়ার্ড থেকে ইমরান আহমদ চৌধুরী, কিংস থপওয়ার্ড থেকে আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন।
অপরদিকে নর্থাম্পটন টাউন কাউন্সিলে লেবার পার্টি থেকে ১৭ জন, কনজারভেটিভ পার্টি থেকে ৬ জনসহ অন্যান্য পার্টি থেকে দুইজন কাউন্সিলর নির্বাচিত হন। নর্থাম্পটন টাউন কাউন্সিল থেকে কাউন্সিলে নির্বাচিত হন স্পেন্সার-ডার্লিংটন ওয়ার্ড থেকে রফিয়া আশরাফ ও কাসল ওয়ার্ড থেকে এনাম হক ও হেড ল্যান্ড ওয়ার্ড থেকে হাজী মোঃ তুরন মিয়া কাউন্সিলর নির্বাচিত হন।
সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-৭