আজ মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ইং
এহসানুল ইসলাম চৌধুরী শামীম, যুক্তরাজ্য : ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে গত শনিবার ব্রিটেনের নর্থাম্পটনে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় ফ্রি ফ্রি প্ল্যালাইস্টাইন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে টাউন সেন্টার। প্রতিবাদকারীরা বেলা একটা থেকে বিভিন্ন নর্থাম্পটন শায়ারের বিভিন্ন শহরের হাজার হাজার মানুষ জমায়েত হতে থাকেন।
পল ক্রাফট ও নর্থাম্পটন শায়ার সলিডারিটি ক্যাম্পেইনে এ বিশাল প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। বিক্ষোভকারীদের হাতে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, স্টপ আরমিং ইস্রাইল ইত্যাদি স্লোগান লেখা ব্যানার ফেস্টুনের সাথে ছিল ফিলিস্তিনের জাতীয় পতাকা।সর্বস্তরের মানুষের বিক্ষোভ প্রতিবাদের রেলিটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শেষ হয়।
সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-৮