আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার স্মরণ সভা ও দোয়া মাহফিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-০৬ ০০:৫৭:৪০

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৪ জুলাই) লন্ডন লাইম হাউস মসজিদে আল্লামা শায়খে বাঘা (রহ.) এর নাতি, সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাঘা গোলাপনগর আরাবিয়া দারুল হাদীস মাদ্রাসা ও হযরত শাহ সুন্দর (রহ.) মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা শায়খ মাহবুব আহমদ (রহ.) এর স্মরণে আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।

শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভা ও দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা যুবায়ের আহমদ আনছারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন এশাআতুল ইসলাম ফোর্ড স্কোয়ার মাদ্রাসার শায়খুল হাদীস ও সংগঠনের যুক্তরাজ্য শাখার অন্যতম উপদেষ্টা শায়খুল হাদীস মুফতি আব্দুর রহমান, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি শায়খ মাওলানা ফয়েজ আহমদ, সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া, সালমান লেইন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতী হাসান নুরী চৌধুরী, সংগঠনের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতী ছালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা শায়খ নাজিম উদ্দিন, লাইম হাউস মসজিদের ইমাম ও খতিব মাওলানা শিব্বির আহমদ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, লন্ডন মহানগরী শাখার সহ সভাপতি হাফিজ শহীর উদ্দিন, কমিউনিটি নেতা ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি ফেরদৌস আলম।অন্যান্যদের উপস্থিত ছিলেন মাইল্যান্ড মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজির উদ্দিন, হাইন্ড গ্রোভ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সুফিয়ান, শোরডিচ মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান, মাওলানা লুৎফর রহমান, আলহাজ্ব মুস্তাফিজুর রহমান, সংগঠনের লন্ডন মহানগরী শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফিজ লিয়াকত হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান সিরাজ, টাওয়ার হ্যামলেটস শাখার সহ সভাপতি মাওলানা মুহি উদ্দিন, হাফিজ আখলাক হোসাইন, প্রমুখ।

স্মরণ সভায় আল্লামা যুবায়ের আহমদ আনছারী বলেছেন, আলেম উলামাদের ইন্তেকালের মাধ্যমে কিয়ামতের পূর্বে মহান আল্লাহ পাক কোরআন ও হাদীস এর সমস্ত আসমানী ইলম উঠিয়ে নিবেন।আলেম উলামার অনুপস্থিতিতে সমাজে জাহেল মূর্খরা ফতাওয়া দিবে।যাহার বিনিময়ে সে নিজেও পথভ্রষ্ট হবে সাথে সাথে সমাজের মানুষদেরও পথভ্রষ্ট করবে।আলেম উলামাদের ইন্তেকাল আমাদের সকলের জন্য অশনিসংকেত।তিনি আরো বলেছেন, মাওলানা মাহবুব আহমদ নিরহঙ্কার বিনয়ী একজন আলেমে দ্বীন ছিলেন। মাদ্রাসা ও মসজিদের খিদমত এর মাধ্যমে দ্বীন ইসলামের বহু খিদমত আন্জাম দিয়ে গেছেন।মহান আল্লাহ রাব্বুল আলামীন এসব কিছু কবুল করে জান্নাতে উচ্চ মাক্বাম দান করুন।

পরিশেষে মাওলানা মাহবুব আহমদ সহ বাংলাদেশ খেলাফত মজলিসের মরহুম সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত ফেদায়ে মিল্লাত রাহঃ এর অন্যতম খলিফা ও সংগঠনের যুক্তরাজ্য শাখার অন্যতম উপদেষ্টা বৃটেনের প্রবীণ শীর্ষ আলেম শায়খ মাওলানা তরিক উল্লাহ।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া