আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

লন্ডনে ‘আমার গাঁও- আমার ভালোবাসা’ প্রামান্য চিত্রের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-০১ ১৫:৪৬:০৩

উপমহাদেশের বিশিষ্ট দার্শনিক, বুদ্ধিজীবী ড. জি সি দেব, সিলেট পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র দুলাল চন্দ্র রায় বাহাদুর, ঐতিহাসিক নানাকার বিদ্রোহ আন্দোলনের পুরোধা অজয় ভট্টাচার্য, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এম শফি সামি ও পাক ভারত স্বাধীনতা আন্দোলনের সৈনিক, লাউতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন আহমদ সহ অনেক গুনীজনের শৈশব স্মৃতি বিজড়িত গ্রাম লাউতা বাউরভাগের ইতিহাস ঐতিহ্য নিয়ে সাংবাদিক নুরে আলম রব্বানীর গ্রন্থনা ও সম্পাদনায় নির্মিত প্রামাণ্য চিত্র ‘আমার গাঁও-আমার ভালোবাসা’র প্রথম প্রদর্শনী অনুষ্ঠান পুর্ব লন্ডনের দারুল উম্মাহ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

বাউরভাগ ডেভেলপমেন্ট কমিটি ইউকের পৃষ্ঠপোষকতায় ও ময়নুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাউরভাগ ডেভলপমেন্ট কমিটির সভাপতি আব্দুর রশিদ ডালিম।

প্রামাণ্য চিত্র প্রদর্শন কালে অনেকই তার প্রিয় গ্রামের গৌরবের ইতিহাস ঐতিহ্য জানতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়ে, তাদের স্মৃতিতে ভেসে ওঠে ফেলে আসা শৈশবের সেই প্রিয় গ্রাম। বৃটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্ম খোজে পায় শেকড়ের সন্ধান।

প্রামাণ্যচিত্র তৈরীর মুল লক্ষ্য সম্পর্কে নুরে আলম রব্বানী বলেন, বাংলাদেশ, ইউরোপ, আমেরিকা সহ অন্যান্য দেশে এর প্রদর্শনী হবে, এবং এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য ও গুনীজনের পরিচিতি টুকু বিশ্বের দরবারে ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাওয়ার হামলেটস কাউন্সিলের সাবেক মেয়র ও কাউন্সিলর আব্দুল আসাদ, বিডিসি’র প্রধান উপদেষ্টা আবুল লেইছসহ অন্যান্যরা।

বক্তারা বলেন- নুরে আলম রব্বানীর এই কাজের জন্য সত্যিই প্রশংসার দাবিদার এই ডকুমেন্টারিতে খুঁজে খুঁজে অনেক তথ্য তুলে ধরে তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া