আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

খাদিমুল কোরআন পরিষদ ইউকের সিরাতুন্নবী মহাসম্মেলন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-২০ ১১:৪০:২০

সিলেট :: খাদিমুল কোরআন পরিষদ ইউকের উদ্যোগে রবিবার সিরাতুন্নবী ইসলামী মহাসম্মেলন পূর্ব লন্ডনের মেনর পার্ক শাহজালাল মসজিদে অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ক্বারী শামছুল হক ছাতকীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালানা করেন জয়েন্ট সেক্রেটারি মাওলানা আহমদ মাদানী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুস সামাদ।

উক্ত সিরাতুন্নবী ইসলামী মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন শায়েখ মাওলানা মুফতি সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন শায়খুল হাদিস মুফতি আব্দুর রহমান মনোহরপুরী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা শামছুল হক, মাওলানা মুফতি জসিম উদ্দীন, মাওলানা আহমদ মাদানী, হাফিজ মাওলানা এনামুল হক প্রমুখ।

প্রধান অতিথি মাওলানা মুফতি সাইফুল ইসলাম বলেন, কোরআনের শিক্ষা আসল শিক্ষা। মানুষ দুনিয়া আখেরাতে শান্তি পেতে কোরআন পড়ে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহর হুকুম ও নবী (সা:) এর তরীকায় জীবন পরিচালনা করলে আসবে সুখ শান্তি। দূর হবে অশান্তি। হালাল উপার্জনের মধ্যে থাকলে পারিবারিক জীবনে আসবে সুখ, থাকবে না ঝগড়া ফ্যাসাদ। আল্লাহ সকল মুসলমানকে কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার তাওফিক দান করুন।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন শায়খুল হাদিস মুফতি আব্দুর রহমান। তিনি বলেন, সোস্যাল মিডিয়ার কারনে সমাজ আজ ধ্বংসের পথে  চলে যাচ্ছে। লাজ, লজ্জা মায়া মহব্বত শেষ হয়ে যাচ্ছে। ঘরে নাই কোরআন তালিম ও ইসলামী শিক্ষা। শুধু নাচ-গান, রঙ্গ তামাশা ভাঙ্গছে ঘর সংসার সমাজ। যে কারণে এখন ঘরে ঘরে অশান্তি চলছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাউন্সিল অব মক্সের চেয়ারম্যান হাফিজ মাওলানা শামছুল হক, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা কাউছার আহমদ, মুফতি ফয়জুর রহমান কামালী, মুফতি জসিম উদ্দিন, হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ, মাওলানা আখলাক আহমদ, মাওলানা আহমদ মাদানী, মাওলানা নাজীর উদ্দিন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ২০ নভেম্বর ২০১৯/ প্রেবি/ শাদিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া