আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

যুক্তরাজ্যস্থ বাংলাদেশিদের সংগঠন ‘মুভমেন্ট ফর ডেমোক্রেসি’র যাত্রা শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-১০ ১৬:৪৩:৩১

সিলেটভিউ ডেস্ক :: যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি তরুণদের নিয়ে ‘মুভমেন্ট ফর ডেমোক্রেসি’ নামে একটি সংগঠন গঠন করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন মুভমেন্ট ফর ডেমোক্রেসি এর শুভ উদ্বোধন করা হয়।

সভায় সংগঠনটির মাধ্যমে দেশে বিদেশে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় কাজ করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

মুভমেন্ট ফর ডেমোক্রেসি এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে সহ বহির বিশ্বের নির্যাতিত, নিপীড়িত মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের সামাজিক এবং রাজনৈতিক অধিকার আদায়ের জন্য কাজ করা।

মনোয়ার হুসেন ময়নার সভাপতিত্বে ও নুরুল আফসার (লিমন) এর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- আব্দুস সামাদ রাজ।

বক্তব্য রাখেন- ফজলে রহমান পিনাক, মিজাজুল হক, আনিছুর রহমান মোহন, মামুন আহমেদ, রবিউল হক, মো. তোফাজ্জল হোসাইন, মো. মাহফুজুল ইসলাম খান, আব্দুস সামাদ, জামাল আহমেদ রবি, মো. আনোয়ারুল ইসলাম, নেহাল আহমেদ, সোয়েব আহমেদ, মো. বশির আহমেদ, সালেহ আহমেদ, আহসানুল আম্বিয়া শোভন, লিটন আহমেদ, সালেক উদ্দিন, আরিফুর রহমান খান , জাহাঙ্গীর আলম, সামসুল হুদা, মো: আজিজুল হক, জাহাঙ্গীর হোসেইন, অভি রহমান, ময়নুল এইচ কামিল, হাকিম, আবুল ফজল হাকিম, আবুল ফজল তাজু, আছাব আলী, তারেক আলীম, মানিুজ্জামান মলির, সেলিম আহমেদ, আব্দুল কুদ্দুস, কামাল, আব্দুল মুকিম, বশির মিয়া, মারুফ আহমেদ, মো. আলী শিপন, এম কে আই শামীম, তালাশ আহমেদ, মো: মতিউর রহমান শিপলু, রমজান সরদার রেজা, মোস্তাক মোল্লা, রাজিব চক্রবর্তী, ইসলাম উদ্দিন, জহিরুল ইসলাম, মো: আল আমিন, নাজিম উদ্দিন, রাসেদ মিয়া, এজাজুল হক, শাহাজান, ছায়েদ মিয়া, মো: আশিকুল ইসলাম সহ অনেক নেতৃবৃন্দ ।


সিলেটভিউ২৪ডটকম/১০ সেপ্টেম্বর ২০২০/ডেস্ক/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া