আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

করোনার দ্বিতীয় ওয়েবে কাঁপছে ব্রিটেন, একদিনে ২১ বাংলাদেশিসহ ১৯১ জনের মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২২ ২৩:৪০:০৪

মতিয়ার চৌধুরী, লন্ডন :: করোনার দ্বিতীয় ওয়েবে কাঁপছে ব্রিটেন। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বুধবার (২১ অক্টোবর) ব্রিটেনে করোনায় একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৬৮৮জন। এই সংখ্যা গত মঙ্গলবারের চেয়ে প্রায় পাঁচ হাজার জন বেশি।

এদিকে গত ২৪ ঘণ্টায় ২১ জন বাংলাদেশিসহ মৃত্যু হয়েছে ১৯১ জনের। এই সংখ্যা মঙ্গলবার ছিল ২৪১ জন, সোমবার ৮০ জন, রবিবার ৬৭ জন, শনিবার ১৫০ জন, শুক্রবার ছিল মৃতের সংখ্যা ১৩৬ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪৪ হাজার ১৫৮ জন। মৃতদের এই পরিসংখ্যান বুধবার সকাল ৯টা পর্যন্ত। হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা এখানে হিসাব করা হয়েছে।


গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬৮৮ জন। এই সংখ্যা মঙ্গলবার ছিল ২১ হাজার ৩৩১ জন, সোমবার ১৮ হাজার ৮০৪ জন, রবিবার ১৬ হাজার ৯৮২ জন, শনিবার ১৬ হাজার ১৭১ জন, শুক্রবার ছিল নতুন আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৫০ জন। বুধবার সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা সাত লাখ ৮৯ হাজার ২২০ জন।

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে ৯৪ জন, ওয়েলসে ১৪ জন, স্কটল্যান্ডে ২৮ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোনো মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসাব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।


সিলেটভিউ২৪ডটকম / ২২ অক্টোবর, ২০২০ / ঢাকা টাইমস / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া