আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

আমেরিকায় ডালাস ফোবানা হবে স্মরনকালের প্রবাসীদেরে মিলন মেলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-৩১ ২১:২৭:০৩

জুয়েল সাদত :: বাংলাদেশ এসোসিয়েশন অব নথ টেস্কাসের ( বান্ট ) এর আয়োজনে ফোবানা সম্মেলনের ২০২০ কিক অফ পার্টিতে ছিল ডালাস ফোবানা সফল করার প্রত্যয় । ফোবানা তার ধারাবাহিকতায় ৩৪ তম সম্মেলন করতে যাচেছ ডালাসে।  সুর্যস্নাত ডালাসের মনোরম পরিবেশে সেপ্টেম্বরের ৪ থেকে ৬ তারিখ প্রবাসীরা মেনে উঠবেন তিন দিনের এক প্রীতি সমাবেশে ।

গত ২৫ জানুয়ারী ফোবানা ডালাসের হোষ্ট কমিটি আয়োজন করেন কিক অফ পার্টি, সেখানে উপস্থিত ছিলেন ফোবানার  নেতারা, আয়োজক কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন ষ্টেটের সংগঠকরা । আর্ভিং কনভেশন  সেন্টার অব লাস কলিনাস হলে সন্ধা নামার সাথে সাথেই সবাই উপস্থিত হন ।এ্‌ই ভেনুতেই ফোবানার আসর বসবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ।

মেম্বা্র সেক্রেটারী বিশিষ্ট নারী নেত্রী নাহিদা আলী ডেইজীর সঞ্চালনে হোষ্ট কমিটির প্রথম কিক অফ অনুষ্টানে  উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন  ফোবানা এক্সিকিউটিভ চেয়ারম্যান শাহ হালিম ভাইস চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী , এক্সিকিউটিভ সেক্রেটারী ড: আহসান চৌধুরী, মেম্বার ও প্রাত্তন চেয়ারম্যান রেহান রেজা, মেম্বা্র জাহিদ হোসেন,মেম্বার কবির কিরন, মেম্বার  মইন উদ্দিন দুলাল, মেম্বার  ও  ২০২১ ওয়াশিংটন ফোবানার কনভেনর জি আই রাসেল , ২০২১ ওয়াশিংটন ফোবানার মেম্বার সেক্রেটারী শিব্বীর আহমেদ , ফোবানার উপদেষ্টা মোহাম্মদ আলমগীর ও নুরুল  আমিন চৌধুরী।

২০২০  ডালাস ফোবানার  কনভেনর হাসমত মবিন  কিক অফ এতে সভাপতিত্বে করেন।

উপস্থিত ফোবানার সাথে সংশ্লিষ্টরা সবাই ফোবানার ধারাবহিকতায় ৩৪ তম ফোবানাকে সাফল্য মন্ডিত করার প্রত্যয় ব্যাক্ত করেন । বক্তারা বলেন, ৩৩ টি ফোবানা সফল ভাবে সমাপ্ত হয়েছে। দিন দিন ফোবানা বাংলাদেশীদের নিকট জনপ্রিয় থেকে জনপ্রিয় হচ্ছে। প্রতিটি ফোবানায় নতুন নতুন ইভেন্ট যুক্ত হচেছ। প্রবাসীদের প্রত্যাশায় আগের চেয়ে বেড়েছে। ফোবানার সাথে সংশ্লিষ্টরা সারা বছরই ব্যস্থ থাকেন। ফোবানার  ষ্টুডেন্ট স্কলারশীপসহ নানান সেমিনার থেকে অনেকেই উপকৃত হচ্ছেন।

ফোবানার চেয়ারম্যান শাহ হালিম দ্বিতীয় পর্বে ফান্ড রাইজিং কো অরডিনেট করেন, ডালাস ফোবানার সফলতায় উপস্থিত সকলের কমিটমেন্টে ৮৫ হাজার ডলার এর ঘোষনা পাওয়া যায় । এই রিপোর্ট  লেখা পর্যন্ত ৩৪তম ফোবানার জন্য  ১০১ হাজার ডলারের তহবিল সংগ্রহের আশ্বাস পাওয়া গেছে। যা ৩৪ তম ফোবানার জন্য একটি মাইল ফলক।

মেম্বার সেক্রেটারী নাহিদা আলী ডেইজী জানান, ২৫০ হাজার ডলারের বাজেট নিয়ে ডালাস ফোবানা কাজ করছে। আশা করা যাচ্ছে ডালাস ফোবানা একটি কোয়ালিটি ফোবানা উপহার দিতে পারবে। 

তিনি আরও জানান সকলের অংশগ্রহনে ডালাস ফোবানা সকলের নিকট একটি ভাল কনভেনশন উপহার দিতে পারবে ।

কিক অফ পার্টিতে ছিলেন মাসুদ চৌধুরী ফাউন্ডার প্রেসিডেন্ট বাংলাদেশ চেম্বার অব কমার্স ইউএসএ, ডালাস বাংলা থিয়েটারের প্রেসিডেন্ট  আনিসুজ্জামান খান, ফরহাদ হোসাইন প্রেসিডেন্ট বি আই পি এ এম, রুপশী বাংলা রেডিওর সিইও নুর ইয়াহিয়া, টেস্কাস আওয়ামী লীগের সভাপতি দাউদ ভুইয়া, খালেদ শাহনেওয়াজ টেস্কাস বিএনপি, মিসেস রুজি আফরোজ মেম্বার বাংলাদেশ আমেরিকান ওমেন এসোসিয়েশন, জিল্লুল হক জিয়া বঙ্গ ইউথ, জিন্টু সরকার রিদম, রুপশী বাংলার রেডিও জকি আর জে রাহী।

জুয়েল সাদত : সাংবাদিক, কলামিষ্ট

সিলেটভিউ২৪ডটকম/৩১ জানুয়ারি ২০২০/প্রেবি/ জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র খবর

  •   নিউইয়র্ক পুলিশে প্রথম নারী বাংলাদেশি ফজিলা
  •   নিউইয়র্কে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবে মেহেদী কাবুল সংবর্ধিত
  •   কমিউনিটি নেতা শাহিনের খুনীদের শাস্তির দাবীতে আমেরিকাতে প্রতিবাদ সমাবেশ
  •   আমেরিকার মিশিগানে হচ্ছে প্রথম স্থায়ী শহিদ মিনার
  •   নিউইয়র্কে পিতার জীবন বাঁচাতে বাঙালি যুবকের কিডনি দান
  •   জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ভারপ্রাপ্ত সেক্রেটারি লোকমান
  •   স্বাধীনতার সূবর্নজয়ন্তীতে মিশিগান স্টেট যুবলীগের আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন
  •   ২৫ মার্চ ‌‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি মিশিগান স্টেট ছাত্রলীগের
  •   নিউইয়র্কে কাইযুম চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
  •   জুয়েল সাদতের "সাদা মার্জিন" বেরিয়েছে