আজ মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ইং
জুয়েল সাদাত, মিশিগান (যুক্তরাষ্ট্র) :: আমরিকার মোটর সিটি খ্যাত মিশিগানে আমেরিকার কোনো সিটি বা স্টেটে প্রখমবারের মতো ভাষা শহিদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে স্থায়ী শহিদ মিনার হতে যাচ্ছে। গত ২৫ এপ্রিল হ্যামট্রামিক সিটির হাই অফিসিয়ালরা বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে জায়গা নির্ধারন করে আনুষ্ঠানিক ঘোষণা করেন।
হ্যামট্রামিক জেসম্যান পার্কে শহিদ মিনারটি স্থাপনের অনুমতি প্রদান করেন। হ্যামট্রামিক সিটি কাউন্সিল ১৯৫২ সালের ভাষা শহিদের সম্মাননার্থে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতির অংশ হিসাবে শহিদ মিনার স্থাপনের অনুমতি প্রদান করেন।
বাংলাদেশ কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে হ্যামট্রামিক শহরে শহীদ মিনার স্থাপন করা হবে , এরই মধ্যে নকশা প্রণয়নের কাজ চলছে। ১৫ ফুট দৈর্ঘ্যর শহিদ মিনারটি প্রবাসী বাংলাদেশীরা সকলে মিলে তৈরী করবেন বলে জানান, শহিদ মিনার বাস্তবায়নের নৈপথ্য থাকা "মিশিগান এক্সপ্রেস ট্রেন" নামক জনপ্রিয় পেইজের নাজেল। বিভিন্ন সময় নানান ব্যাক্তি বা রাজনৈতিক সংগঠন শহিদ মিনার তৈরীর চেষ্টা করলেও তা আলোর মুখ দেখেনি। এবার সকল প্রবাসী কমিউনিটির নেত্রীবৃন্দ যৌথ ভাবে চেষ্টা করেছেন। সকল প্রবাসীদের পক্ষ থেকে বিশেষ ভাবে ধন্যবাদ জানানো হয়ে Mayor karen majewski, City Manager Kathy Angerer কে। সাথে সাথে আরো ধন্যবাদ জানান উদ্যেক্তারা,
কাউন্সিলম্যান কামরুল হাসান, কাউন্সিলম্যান নাইম চৌধুরী, কাউন্সিলম্যান সাদ আলমাসমারী, কাউন্সিলম্যান মোহাম্মদ আলসমিরি, ডাইরেক্টর অব কমিউনিটি সেফটি Max Garbarino , মেয়র ক্যান্ডিডেট কামাল রহমান, কাউন্সিলম্যান পদপ্রার্থী আরমানি সাদ, সাবেক কাউন্সিলম্যান আবু মুসা প্রমুখ। শহিদ মিনারটির স্থপতি হিসাবে আছেন টুনু ইসলাম।
মিশিগানে ৭০ হাজার প্রবাসী বসবাস করেন মিশিগানে বাংলাদেশ এভিনিউ রয়েছে, রয়েছে জাতির জনকের দুটো মূর্র্যল। মিশিগান প্রবাসীদের দীর্ঘদিনের একটি দাবী ছিল, স্থায়ী শহিদ মিনার, সকল প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় শহিদ মিনার স্থাপনের পক্রিয়া শুরু হওয়ায় মিশিগান প্রবাসীরা আমেরিকার কোন ষ্টেটে প্রথম শহিদ মিনার স্থাপনের গৌরব আর্জন করলেন। এটা পুরো মিশিগানের ৭০ হাজার প্রবাসীর। আগামী ২০২২ সালের একুশে ফেব্রুয়ারীতে প্রথম বারের মত স্থায়ী শহিদ মিনারে মিশিগানবাসী পুস্প স্তবক অর্পণ করতে পারবেন বলে জানান বদরুল হুদা নাজেল।
সিলেটভিউ২৪ডটকম / ২৭ এপ্রিল, ২০২১ / জে.এস. / ডালিম