আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

নিউইয়র্কে টাইমস স্কোয়ারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন ১৬ মার্চ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-০২ ১২:৫৫:২২

নিউইয়র্ক ::  নিউইয়র্কে ম্যানহাটানের বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারে ১৬ মার্চ বর্ণিল আয়োজনে উদযাপিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে প্রবাসি বাংলাদেশী যুক্তরাষ্ট্র ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এদিন রাত ১০ টা থেকে ১২ টা পর্যন্ত টাইমস স্কোয়ারে থাকবে নানান অনুষ্ঠানমালা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে সম্প্রতি ব্রঙ্কসে এশিয়ান পার্টি হলে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় প্রবাসি বাংলাদেশী যুক্তরাষ্ট্র নামে জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

প্রবাসি বাংলাদেশী যুক্তরাষ্ট্র’র আহ্বায়ক করা হয়েছে হয়েছে আব্দুর রহিম বাদশাকে, মেম্বার সেক্রেটারী জামাল হুসেন এবং এস আর লিংকনকে প্রধান সম্বনয়কারী করা হয়েছে।

প্রবাসি বাংলাদেশী যুক্তরাষ্ট্র’র আহ্বায়ক আব্দুর রহিম বাদশা ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, টাইমস স্কোয়ারে ১৬ মার্চ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ। যুক্তরাষ্ট্র প্রবাসীরা এদিন রাত ১০ টা থেকে ১২ টা পর্যন্ত ঐতিহাসিক টাইমস স্কোয়ারে মেতে ওঠবেন নানা উৎসব আনন্দে। এসময় বঙ্গবন্ধুর ছবি সম্বলিত বর্ণিল ব্যানার, পোস্টর, প্ল্যাকার্ডে মুখরিত হয়ে ওঠবে টাইমস স্কোয়ার। এলক্ষে কতৃপক্ষের প্রয়োজনীয় অনুমতিও নেয়া হয়েছে। মুজিববর্ষ উদযাপন কর্মসূচিতে যোগ দেয়ার জন্য প্রবাসি বাংলাদেশীদের বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ সময়কে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই মুজিব বর্ষ উদযাপিত হবে। যুক্তরাষ্ট্রেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মুজিববর্ষ উদযাপনের নানা কর্মসূচি নেয়া হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/২ মার্চ ২০২০/এসএইচএস/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র খবর

  •   নিউইয়র্ক পুলিশে প্রথম নারী বাংলাদেশি ফজিলা
  •   নিউইয়র্কে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবে মেহেদী কাবুল সংবর্ধিত
  •   কমিউনিটি নেতা শাহিনের খুনীদের শাস্তির দাবীতে আমেরিকাতে প্রতিবাদ সমাবেশ
  •   আমেরিকার মিশিগানে হচ্ছে প্রথম স্থায়ী শহিদ মিনার
  •   নিউইয়র্কে পিতার জীবন বাঁচাতে বাঙালি যুবকের কিডনি দান
  •   জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ভারপ্রাপ্ত সেক্রেটারি লোকমান
  •   স্বাধীনতার সূবর্নজয়ন্তীতে মিশিগান স্টেট যুবলীগের আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন
  •   ২৫ মার্চ ‌‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি মিশিগান স্টেট ছাত্রলীগের
  •   নিউইয়র্কে কাইযুম চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
  •   জুয়েল সাদতের "সাদা মার্জিন" বেরিয়েছে