আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

মুজিবর্ষে মিশিগান স্টেট যুবলীগের মাসব্যাপি কর্মসূচী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-০৩ ১০:৩৫:১৬

মিশিগান (যুক্তরাষ্ট্র) :: মিশিগান স্টেট যুবলীগের কার্যালয়ে গত রবিবার সন্ধ্যা ৬ ঘঠিকায় মিশিগান স্টেট যুবলীগের কার্যকারী কমিটির সভা অনুষ্টিত হয়েছে। মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোঃ জাহেদ মাহমুদ আজিজ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদের সঞ্চালনায় কার্যকারী কমিটির এই সভা অনুষ্টিত হয়।

মুজিববর্ষ পালন উপলক্ষে মিশিগান স্টেট যুবলীগ কর্মসূচি ঘোষনা করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে মসজিদে মিলাদ মাহফিল, মিশিগানে বঙ্গবন্ধুর মোড়াল স্থাপন, জাতির পিতার জীবনী নিয়ে ম্যাগাজিন প্রকাশনা, মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা, ছোট ছোট শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

এই সময় উপস্তিত ছিলেন মিশিগান স্টেট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মিশিগান স্টেট যুবলীগের সিনয়র সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সাবেক সহ সভাপতি ও মিশিগান স্টেট যুবলীগের সিনয়র সদস্য মৃদুল কান্তি সরকার সিনিয়র সহ সভাপতি সৈয়দ সালেক আহমদ, সহ সভাপতি, হেনরী তাপস বাড়ে, সুবীর ক্রুশ, এলিও বৈরাগী, আব্দুল হাই, মোঃ মোমেন হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, অর্থ সম্পাদক কবির আহমদ শাহরিয়ার, দপ্তর সম্পাদক মুকুল খাঁন, উপ দপ্তর সম্পাদক জনি দেব, মহিলা সম্পাদীকা মেরী বৈরাগী, প্রচার সম্পাদক তাহমিদ খাঁন, উপ প্রচার সম্পাদক আবেদ মনসুর, সাংস্কৃতিক সম্পাদক রুম্মান আহমদ স্বাগত, ক্রিড়া সম্পাদক রাজ রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মিলাক মারচেন্ট, শিক্ষা বিষয়ক সম্পাদক সুমন আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদ  আহমদ চৌধুরী, ত্রান সম্পাদক কামরুল হক, সমাজকল্যাণ সম্পাদক হ্রদয় আহমদ, সাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আহমদ আলী গাজী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিমেল দাস, ধর্ম সম্পাদক শাহরিয়ার হোসেন, সহ সম্পাদক আহমেদ আল সুফিয়ান, সহ সম্পাদক দোলন আহমদ ,সহ সম্পাদক মোঃ আনোয়ার হুসেন, সদস্য মোঃ আলী, আমীরুল ইসলাম, কুদরত ইসলাম, গৌতম দেব শুভ্র, রুহুল আমীন, ফাহিম আহমদ, কাজী মামুন, লিউনার্ড ভিক্টর, জিল্লুর রহমান, আবু তাহান।

কার্যকারী কমিটির সভায় ঘোষিত কর্মসূচি সফল ও সার্থক করতে মিশিগান স্টেট যুবলীগের পক্ষ থেকে মিশিগানে বসবাসরত মুক্তিযোদ্ধের স্বপক্ষের সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন মিশিগান স্টেট যুবলীগের নেতৃবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/৩ মার্চ ২০২০/প্রেবি/মিআচৌ    

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র খবর

  •   নিউইয়র্ক পুলিশে প্রথম নারী বাংলাদেশি ফজিলা
  •   নিউইয়র্কে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবে মেহেদী কাবুল সংবর্ধিত
  •   কমিউনিটি নেতা শাহিনের খুনীদের শাস্তির দাবীতে আমেরিকাতে প্রতিবাদ সমাবেশ
  •   আমেরিকার মিশিগানে হচ্ছে প্রথম স্থায়ী শহিদ মিনার
  •   নিউইয়র্কে পিতার জীবন বাঁচাতে বাঙালি যুবকের কিডনি দান
  •   জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ভারপ্রাপ্ত সেক্রেটারি লোকমান
  •   স্বাধীনতার সূবর্নজয়ন্তীতে মিশিগান স্টেট যুবলীগের আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন
  •   ২৫ মার্চ ‌‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি মিশিগান স্টেট ছাত্রলীগের
  •   নিউইয়র্কে কাইযুম চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
  •   জুয়েল সাদতের "সাদা মার্জিন" বেরিয়েছে