আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

করোনা: মিশিগানে ছুটি বাড়ল সব শিক্ষাপ্রতিষ্ঠানে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৫ ১৪:১৬:৪১

তোফায়েল রেজা সোহেল, মিশিগান :: প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। ১৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে স্টেটের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে হাইস্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে অনলাইনে ক্লাস চালু রয়েছে। ঘরে বসে ক্লাস করতে পারছে শিক্ষার্থীরা।

২৩ মার্চ সোমবার সকালে মিশিগান স্টেটের গভর্নর গ্রেচেন হুইটমার বাসিন্দাদের বাড়িতে থাকতে জরুরি নিদের্শনা জারি করেন। অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে স্টেটের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৩ এপ্রিল পর্যন্ত থাকবে বলে তিনি ঘোষণা দেন।

এর আগে ৬ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিলেন স্টেটের গভর্নর।

মিশিগান ফিরজারল্যান্ড হাইস্কুলের ছাত্রী আশা আক্তার মিতু, মিলা আক্তার সহ অনেক শিক্ষার্থী জানান, করোনাভাইরাসের দাপটে স্কুল বন্ধ হলেও অনলাইনে হোম ওয়ার্ক ঠিকই করতে পারছি আমরা।

এদিকে মিশিগানে হুহু করে বাড়ছেই করোনাভাইরাস সংক্রমণ রোগী। ২৪ মার্চ পর্যন্ত স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, মিশিগানে করোনাভাইরাসে ২৪ জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ শো ২০ জনে।

স্টে হোম জারির পর থেকে পাল্টে গেছে মিশিগানের চিত্র। গুরুত্বপূর্ণ স্থানগুলোয় বিরাজ করছে শোন সান নিরবতা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। অপ্রয়োজনে ঘরের বাহিরে গেলে পড়ছেন পুলিশের ঝামেলায়।

এদিকে নিউইয়র্ক সিটির পরই সবচেয়ে বেশি বাংলাদেশী বাস করেন মিশিগান স্টেটে। মিশিগানে এখন পর্যন্ত কোন বাংলাদেশী ভাইরাসে আক্রান্ত হননি। অপরদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি, নিউজার্সি এবং লং আইল্যান্ড অঞ্চলে প্রতি হাজারে একজন করোনাভাইরাসে আক্রান্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো যুক্তরাষ্ট্রের এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৪৭ হাজার ১৪৫ জন। প্রাণ কেড়ে নিয়েছে ৬০৭ জনের।

সিলেটভিউ২৪ডটকম/২৫ মার্চ ২০২০/এসএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র খবর

  •   নিউইয়র্ক পুলিশে প্রথম নারী বাংলাদেশি ফজিলা
  •   নিউইয়র্কে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবে মেহেদী কাবুল সংবর্ধিত
  •   কমিউনিটি নেতা শাহিনের খুনীদের শাস্তির দাবীতে আমেরিকাতে প্রতিবাদ সমাবেশ
  •   আমেরিকার মিশিগানে হচ্ছে প্রথম স্থায়ী শহিদ মিনার
  •   নিউইয়র্কে পিতার জীবন বাঁচাতে বাঙালি যুবকের কিডনি দান
  •   জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ভারপ্রাপ্ত সেক্রেটারি লোকমান
  •   স্বাধীনতার সূবর্নজয়ন্তীতে মিশিগান স্টেট যুবলীগের আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন
  •   ২৫ মার্চ ‌‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি মিশিগান স্টেট ছাত্রলীগের
  •   নিউইয়র্কে কাইযুম চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
  •   জুয়েল সাদতের "সাদা মার্জিন" বেরিয়েছে