আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

মিশিগানে করোনায় আক্রান্তদের প্রায় অর্ধেক এখন সুস্থ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-১১ ০০:৪২:২০

তোফায়েল রেজা সোহেল, মিশিগান :: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ৪৯ শতাংশ করোনা রোগী এখন সুস্থ হয়ে উঠেছেন। আগাম সর্তকতা ও উন্নত স্বাস্থ্যসেবা প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া সামাজিক ডিসটেনসিং মেনে চলায় করোনা রোগীর চক নিচের দিকে নামতে শুরু করেছে।

রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত শনিবার পর্যন্ত ২২ হাজার ৬৮৬ জন রোগী সুস্থ হয়েছেন। তারা একমাস ধরে ভাল আছেন। তাদের মাঝে নতুন কোনো উপসর্গ দেখা দেয়নি।

হালনাগাদ তথ্য অনুযায়ী,রাজ্যে ২৪ ঘন্টায় ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৬ জন শুক্রবারের আগের। নতুন করে আক্রান্ত হয়েছে ৪৩০ জন। রাজ্যে এ পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৫২৬ জন। সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৭৫৬ জন।

সর্বশেষ হিসাব বলেছে, রাজ্যে টানা সাতদিনে ১ শ'র নীচে মানুষ মারা গেছেন। টানা দশদিনে আক্রান্ত এক হাজারের নীচে নেমেছে।

স্বাস্থ্য বিভাগের মতে, রাজ্যে করোনা ভাইরাস এখনও তৃতীয় ধাপে রয়েছে। মানুষের সমাবেশে নিষিদ্ধ এবং কম ঝুঁকিপূর্ণ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।

বাধ্যতামূলক করা হয়েছে ফেস মাস্ক ও হ্যান্ডস গ্লাভস ব্যবহার। চতুর্থ ধাপে যেতে আরো কিছু উন্নতি ঘটতে হবে। মৃত্যু ও আক্রান্ত দুটোই কমতে হবে।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র খবর

  •   নিউইয়র্ক পুলিশে প্রথম নারী বাংলাদেশি ফজিলা
  •   নিউইয়র্কে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবে মেহেদী কাবুল সংবর্ধিত
  •   কমিউনিটি নেতা শাহিনের খুনীদের শাস্তির দাবীতে আমেরিকাতে প্রতিবাদ সমাবেশ
  •   আমেরিকার মিশিগানে হচ্ছে প্রথম স্থায়ী শহিদ মিনার
  •   নিউইয়র্কে পিতার জীবন বাঁচাতে বাঙালি যুবকের কিডনি দান
  •   জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ভারপ্রাপ্ত সেক্রেটারি লোকমান
  •   স্বাধীনতার সূবর্নজয়ন্তীতে মিশিগান স্টেট যুবলীগের আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন
  •   ২৫ মার্চ ‌‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি মিশিগান স্টেট ছাত্রলীগের
  •   নিউইয়র্কে কাইযুম চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
  •   জুয়েল সাদতের "সাদা মার্জিন" বেরিয়েছে