আজ বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ইং

নারীদের হাতে লাগাম থাকা উচিত-পুরুষের হাতে নয়: নওয়াজউদ্দিন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৭ ১৩:৫৭:৫৬

সিলেট ভিউডেস্ক: বলিউডের একজন গুণি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। তিনি একজন শক্তিমান ও জনপ্রিয় অভিনেতাও বটে। সম্প্রতি তিনি মুম্বাই মিররকে একটি ইন্টারভিউ দিয়েছেন।

ওই ইন্টারভিউতে তিনি নারীদের সাথে কাজ করার বিষয়ে মন্তব্য করেছেন। নারী পরিচালক নন্দিতা দাসের মান্টো এবং তানিসথা চ্যাটার্জির পরিচালনায় রোয়ে রোম মে চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা এবং ওই অভিজ্ঞতা কিভাবে তাঁর জীবনে পরিবর্তন এনেছে সে বিষয়ে উল্লেখ করেছেন।

নওয়াজউদ্দিন বলেছেন, বারবার নারী পরিচালকদের সঙ্গে কাজ করে পৃথিবী সম্পর্কে আমার ধারণা পাল্টে গেছে।এমনকি আসন্ন মতিচূর চাকনাচূর চলচ্চিত্রের আরেক নারী পরিচালক দেবমিত্র হাসানের সঙ্গে কাজ করেও আমার মনোজগতে পরিবর্তন এসেছে।

তিনি বলেন, এ অভিজ্ঞতা কেবল একজন অভিনেতা হিসেবেই নয় মানুষ হিসেবেও আমার উন্নতি ঘটিয়েছে।

নওয়াজউদ্দিন বলছেন, নারীদের হাতে লাগাম থাকা উচিত-পুরুষের হাতে নয়।

তিনি  বলেছেন, নারীদের সঙ্গে কাজ করার পর আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। আমি এই বিশ্বাসে পৌঁছেছি যে, এই যুগে আমাদের আশা-ভরসা নারীদের ওপর নিহিত রয়েছে।

শেয়ার করুন

আপনার মতামত দিন