আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

আইয়ুব বাচ্চুর সেরা ১০ গান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৯ ০০:২১:২৯

খবরটি অপ্রিয় হলেও সত্য! বিশ্বজুড়ে কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী আইয়ুব বাচ্চু। ব্যান্ড সঙ্গীত জগতের এই কিংবদন্তি তার নিজের গানের কথার মতোই চলে গেলেন দূরে-বহুদূরে! তার জনপ্রিয় একটি গান ‘এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাবো দূরে-বহুদূরে...।'


বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন আইয়ুব বাচ্চু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৬ বছর।

গুণী এই শিল্পী সংগীত জীবনের দীর্ঘ চার দশকে অসংখ্য হৃদয় ছুঁয়ে যাওয়া গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের। তবু তার মধ্যেও কিছু সেরা গান রয়েছে। সেরা গানগুলোর মধ্যে রয়েছে-

১. রূপালি গিটার,২. সেই তুমি, ৩. আমি কষ্ট পেতে ভালবাসি, ৪. তিন পুরুষ, ৫. মেয়ে ও মেয়ে৬. রাতের তারা (২০১৬), ৭. যুগে যুগে (২০১৬), ৮. এখন অনেক রাত, ৯. নিলাঞ্জনা, ১০. ভাঙ্গা মন (২০১৬)

শেয়ার করুন

আপনার মতামত দিন