আজ শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ ইং
সিলেটভিউ ডেস্ক :: ভারতের আলোচিত সমালোচিত-ধারাবাহিক ‘কে আপন কে পর’র মূল অভিনেত্রী জবার সঙ্গে নাম জড়িয়ে গেছে সঙ্গীতশিল্পী নোবেলের সঙ্গে। সম্প্রতি জবা ও নোবেলের একটি ছবি ভাইরাল হয়েছে। এরপরই শুরু হয়েছে তাদের বিয়ের গুঞ্জন।
গত বছর ৩ ফেব্রুয়ারি নোবেল তার বোনের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে দেন। ছবিতে দেখা যায় নোবেল ও তার বোন দু’জনে একটিই ফুলের মালা গলায় দিয়ে আছেন। সেই ছবিতে নোবেলের বোনের মুখে ‘কে আপন কে পর’ ধারাবাহিকের অভিনেত্রী পল্লবীর মুখ বসিয়ে দিয়েছেন এক নেটাগরিক। তার পর সেই ছবি নেটমাধ্যমে দিয়ে লিখলেন, ‘কাউকে না জানিয়ে জবা বৌদি বিয়েটা করেই ফেলল’। এরপরই ছবিটি ভাইরাল হয়ে যায়।
মন্তব্য বিভাগে এক জন নেটাগরিক উপহাস করে লেখেন , ‘আহারে শেষ পর্যন্ত মানসিক রুগী সামলানোর দায়িত্ব নিয়েছেন আমাদের প্রিয় জবা বৌদি’ । আবার কেউ লেখেন , ‘বিগত ১০ বছর ধরে স্টার জলসায় যা যা কীর্তি দেখিয়েছেন, আরও আগেই ওনার নোবেল পাওয়া উচিত ছিল’।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ-১০