আজ শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ ইং

শাকিব খানের ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-২৬ ১৫:৫৬:৩৮

সিলেটভিউ ডেস্ক :: মাস খানেক বিরতির পর আবার ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান হিরো শাকিব খানের সিনেমার শুটিং শুরু হলো।

করোনার কারণে মাস খানেক ঘরবন্দি ছিলেন শাকিব খান।

মঙ্গলবার রাজধানীর উত্তরায় সকাল থেকে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং করেন তিনি।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমা পরিচালনা করছেন তরুণ নির্মাতা তপু খান। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। দুপুর ১টার দিকে ফিতা কেটে সিনেমাটির শুটিংয়ে নামেন শাকিব খান।

এসময় উপস্থিত ছিলেন নায়িকা বুবলী, অভিনেতা ফখরুল বাশার, মিলি বাশারসহ সিনেমার অন্যান‌্য শিল্পী ও কলাকুশলীরা।

সিনেমাটির প্রযোজক আশিকুর রহমান জানান, একটানা ৩০ দিন শুটিং হবে। আগামী কোরবানীর ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

করোনার কারণে এক বছরেরও বেশি সময় প্রেক্ষাগৃহে নেই শাকিব খানের নতুন কোনো সিনেমা। মাঝে ওটিটি প্ল্যাটফর্মে অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএল.বি’ সিনেমাটি মুক্তি পায়।


সিলেটভিউ২৪ডটকম/ঢাকাটাইমস/এসডি-৩

শেয়ার করুন

আপনার মতামত দিন