আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

“শিক্ষার প্রসারই হউক আমাদের মুল লক্ষ্য”

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৬ ১৯:০০:২৪

আহমেদ আবুল লেইস, যুক্তরাজ্য :: এই চেতনা ও সপৃহা নিয়ে গঠিত ঐতিহ্যবাহী শিল্পনগরী খ্যাত ছাতক উপজেলার, যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠিত “ছাতক এডুকেশন  ট্রাস্ট ইউকে” এর উদ্যোগে মতবিনিময় সভা মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ব্রিকলেনের বাবা ক্যাপ এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ী বশীর মিয়া কাদিরের সভাপতিত্বে ও কমিউনিটি নেতা রুহুল আমিনের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মোজাহিদ উদ্দিন ।

শুরুতেই ট্রাস্টের বর্তমান ও ভবিষ্যত কর্ম পরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন- ট্রাস্টের সমন্বয়কারী রাজনীতিবীদ ও শিক্ষানুরাগী এস এম সুজন মিয়া।

বক্তব্য রাখেন- কমিউনিটি নেতা সুরুজ মিয়া, ওমর আলী, আসকর আলী, আব্দুল কদ্দুছ লাল, আনসার আহমেদ উল্লাহ, আফজাল রাজা চৌধুরী, মাজহার আলী গয়াছ, নুর আলী, গোলাম আজম তালুকদার, আবু বক্কর, সালাম তালুকদার, নুরুল ইসলাম, মাস্টার আকমল হুসেন, এম জামান মোহন, খালিছ মিয়া সাচচু, পীর আনহার আলী, সাহেদুর রহমান লিলু, বাবুল আক্তার, চুনু মিয়া, মাহমুদ আলী, কবির মিয়া, আতিকুর রহমান, অনন্ত কাশেম হিজল, আব্দুল তৌহিদ, মিছবাহ-উজ-জামান মাসুম, মোঃ হেলাল মিয়া, কবির সায়েক, শাকির হোসেন, আহমেদ আবুল লেইছ, মাস্টার মামুনুর, কামরুজ্জামান, তৌহিদ মিয়া কয়েস, আব্দুল কদ্দুছ, গয়াছ আলী বকুল, নজরুল ইসলাম, মিজানুর রহমান, রফিক উদ্দীন ফটিক, আফসর উদ্দীন, আবুল বসর, আনোয়ার হুসেন, জিয়াউর রহমান প্রমুখ।

সভায় ছাতকের অনগ্রসর অঞ্চলে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্টা করতে আগামীতে যারা সংগটনের নেতৃত্বে আসবেন তাদের প্রতি জোর দাবি জানানো হয়।



সিলেটভিউ২৪ডটকম/০৬ ডিসেম্বর ২০১৮/এএএল/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া