আজ রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩ ইং
সিলেট ভিউ ডেস্ক: কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুযায়ী মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) রাত ৯টায় এই ভার্চুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোঃ জাহেদ মাহমুদ আজিজ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামীলীগের প্রতিষ্টাতা সভাপতি জনাব আব্দুস শাকুর খাঁন মাখন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মিশিগান স্টেট যুবলীগের সিনয়র সহ সভাপতি সৈয়দ সালেক আহমদ,সহ সভাপতি মোঃ মোমেন হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান,সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, ক্রিড়া সম্পাদক রাজ রহমান,দপ্তর সম্পাদক মুকুল খাঁন,উপ প্রচার সম্পাদক আবেদ মনসুর,স্বাস্থ ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আহমদ আলী গাজী,সহ সম্পাদক নিয়াজ খাঁন,সদস্য সাঈদ মোহান,মোঃ মোস্তফা আহমদ,মিশিগান স্টেট ছাত্রলীগের অন্যতম সদস্য ইমরান এইচ নাহিদ,রেজাউল হাসান,আহমদ ইকবাল খাঁন,আরিফ আরমান জিসান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে অপরাজনীতি করার চেষ্টা করা হলে তা জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানীত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সম্মানীত সাধারণ সম্পাদক জনাব মাইনুল হাসান খাঁন নিখিল এর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ তাদেরকে প্রতিহত করবে। একদল চিহ্নিত মৌলবাদী সন্ত্রাসী হামলা জাতির পিতার ভাস্কর্য ভাঙচুর করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
সিলেট ভিউ ২৪ ডটকম/ ৬ ডিসেম্বর ২০২০/প্রেবি/পিটি