আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

বেথনাল গ্রিন ও বো লেবার পার্টির বিএমই ফোরামের এজিএম অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-০৫ ০২:০৫:৩৬

রবিবার টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির বিএমই (ব্ল্যাক ও মাইনোরেটি এথনিক) এর এজিএম পূর্ব লন্ডনের মার্গারেট হলে অনুষ্ঠিত হয়।

বিপুল সংখ্যাক সদস্য ও কাউন্সিলারদের উপস্থিতিতে সভার শুরুতে সেল্প এমপ্লোয়েড বিশেষ করে টেক্সী ড্রাইভারদের কাউন্সিল টেক্স ছাড় দেওয়া এবং কাউন্সিলে বিএমই কমিউনিটির বিভিন্ন প্রতিবদ্ধকতা দুর করনে চাপ সৃষ্টির জন্য আলোকপাত করা হয়।

পরে অনুষ্ঠিত হয় নির্বাচন,এতে সদস্যের দ্বারা নির্বাচিত হয় কমিটি। কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন কো-চেয়ার আজমল হোসেন, ট্রেজারার রেবেকা সুলতানা, ভাইস চেয়ারম্যান কেট তুইট ও সুলেমান হাসি, সহকারী সেক্রেটারি বাবুল খান, ক্যাম্পেইন অফিসার মিসবাহুল হক, মেম্বারশীপ আফিসার শাহ মুস্তাফিজ ও আবদুল সামাদ, উইমেন্স অফিসার হামিদা ইদ্রিস, কমিউনিকেশন অফিসার নজরুল আমিন, ইয়ূথ অফিসার ইয়াহিয়া আলী ও মোহাম্মদ নাঈম, ইইউ অফিসার জাহাঙ্গীর জাকির, জিসি ডেলিগেইট লুৎফা চৌধুরী ও ড. আনিসুর রহমান আনিস।

সভায় সিনিয়র এক্সিকিউটিভ কর্মকর্তা হাসান হক, কাউন্সিলর পুরু মিয়াসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

এজিএমে সেক্রেটারি পদে অংশ নেন ফারুক উদ্দিন ও শাহরিয়ার হোসেন শুভ। এতে দুদফা ভোট গ্রহণ করা হয়। কিন্তু কিছূ জটিলতার কারণে স্থগিত করে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয়।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া