আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

যুক্তরাষ্ট্রে বেকারভাতার আবেদন ৩৩ লাখ ছাড়িয়েছে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৮ ১৭:৫৪:৫৮

তোফায়েল রেজা সোহেল, যুক্তরাষ্ট্র (মিশিগান) :: যুক্তরাষ্ট্রে বেকারভাতা পাওয়ার জন্য ৩৩ লাখ (৩.৩ মিলিয়ন) আবেদন জমা পড়েছে সংশ্লিষ্ট বিভাগে। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ বলেছে, ১৯৮২ সালের ৬ লাখ ৯৫ হাজারের রের্কড ভঙ্গ করে এবারের বেকারত্বের হার নতুন রের্কড গড়েছে। বেকারভাতা পাওয়ার জন্য ১৯ এপ্রিল থেকে ২৬ এপ্রিল  (বৃহস্পতিবার) পর্যন্ত ৩৩ লাখ আবেদন জমা পড়েছে শ্রম বিভাগে। মিশিগান স্টেটে ১ লাখ ২৭ হাজার মানুষ বেকার ভাতার জন্য আবেদন করেছেন। 
জানা গেছে,  যুক্তরাষ্ট্রের প্রতিটা অঙ্গরাজ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এজন্য বন্ধ হয়ে গেছে শিল্প প্রতিষ্ঠান এবং হোটেল-রেস্টুরেন্ট সহ ক্ষুদ্র ক্ষুদ্র দোকানপাট। কর্মহীন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। অনেক স্টেটে 'লকডাউন' ঘোষণার পর গৃহবন্দী জীবন কাটাচ্ছেন লোকজন। জরুরি প্রয়োজন ছাড়া কেউই বেরুচ্ছেন না ঘর থেকে। অনেকে পড়েছেন প্রচন্ড আর্থিক চাপে।
দেশটির অর্থনীতিবিদরা বলেছেন, বেকারত্বের হার অনেকটা রাবার টানার মত দীর্ঘ হচ্ছে।  এপ্রিল মাসে ৪ লাখ মানুষ চাকরি হারাতে পারেন। অবশ্য এ ধকল কাটিয়ে উঠতে স্পেশাল ২ লাখ কোটি (২ ট্রিলিয়ন ডলার) ডলারের অর্থনৈতিক প্যাকেজ (প্রণোদনা) বিল মঙ্গলবার পাস করেছে সিনেট এবং হোয়াইট হাউস। বেকারভাতা দেয়া হবে চার মাস। 
বেকারভাতা আবেদন প্রার্থীরা বলেছেন, নিউইয়র্ক,  মিশিগান ও ওরেগনসহ কয়েকটি স্টেটের ওয়েবসাইট অতিরিক্ত আবেদন করার জন্য ক্র্যাশ করেছে। 
অর্থনীতিবিদ মার্থা গিম্বল গণমাধ্যমে মতামত দেন, লকডাউনের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ায় আমেরিকার অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। চাকরি ছাঁটাইয়ের মাত্রা সামনের দিনে আরও বাড়বে। 
আজ ২৭ মার্চ এ রিপোর্ট লেখার সময় পুরো যুক্তরাষ্ট্রে ৯২ হাজার ৯৩২ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৯ জন বাংলাদেশীসহ মারা গেছেন ১ হাজার ৩৮০ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮ শ ১২ জন।

সিলেটভিউ২৪ডটকম/২৮ মার্চ ২০২০/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র খবর

  •   নিউইয়র্ক পুলিশে প্রথম নারী বাংলাদেশি ফজিলা
  •   নিউইয়র্কে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবে মেহেদী কাবুল সংবর্ধিত
  •   কমিউনিটি নেতা শাহিনের খুনীদের শাস্তির দাবীতে আমেরিকাতে প্রতিবাদ সমাবেশ
  •   আমেরিকার মিশিগানে হচ্ছে প্রথম স্থায়ী শহিদ মিনার
  •   নিউইয়র্কে পিতার জীবন বাঁচাতে বাঙালি যুবকের কিডনি দান
  •   জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ভারপ্রাপ্ত সেক্রেটারি লোকমান
  •   স্বাধীনতার সূবর্নজয়ন্তীতে মিশিগান স্টেট যুবলীগের আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন
  •   ২৫ মার্চ ‌‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি মিশিগান স্টেট ছাত্রলীগের
  •   নিউইয়র্কে কাইযুম চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
  •   জুয়েল সাদতের "সাদা মার্জিন" বেরিয়েছে