আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

মিশিগানের নির্বাচনে সিলেটের খাজা শাহাব আহমদের বিজয়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৬ ১১:৩১:১৯

সিলেটভিউ ডেস্ক :: আমেরিকার মিশিগান স্টেট, ম্যাকম্ব-কাউন্টির-কাউন্টি ডেলিগ্যাট পদে ২৮৮ ভোটে Precinct Delegate হিসেবে ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হয়েছেন সিলেটের কানাইঘাটের সন্তান ড. খাজা শাহাব আহমদ। গত ৪ আগস্ট তিনি এ পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি একজন পেয়েছেন ৩ ভোট, একজন ১ ভোট ও একজন ০ ভোট।

উল্লেখ্য, খাজা শাহাব আহমদ বাংলাদেশের ছাত্র রাজনীতি থেকে বেড়ে উঠা, সিলেটের এম সি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সময়ের মেধাবী ছাত্রনেতা, মানুষের অধিকার আদায়ে স্বোচ্চার, ব্যক্তি হিসেবে অত্যন্ত বিনয়ী, দানশীল, শিক্ষানুরাগী এবং পরোপকারী ছিলেন।

বাংলাদেশি বংশোদ্ভূত সিলেট জেলার কানাইঘাট থানার খাজা বাড়ির সন্তান সাবেক নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটি ছাত্র সংসদের (সিনেটর) সাংসদ খাজা শাহাব আহমদ আগামী ৩ নভেম্বর ২০২০ আমেরিকার জাতীয় নির্বাচনে মিশিগানের ওয়ারেন সিটির Fitzgerald School District বোর্ডের (ছয় বছর মেয়াদি) নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে লড়বেন।

খাজা শাহাব আহমদ, ওয়ারেন সিটির প্রথম বাংলাদেশি প্যানেল কাউন্সিলর, প্রথম ওয়ারেন সিটি ডেমোক্রেটিক পার্টির অফিসিয়াল ডাইভার্সিটি চেয়ারম্যান, মিশিগান স্টেট রিপ্রেজেনটেটিভ লরি স্টোনের কমিউনিটি আউট-রিচ ডিরেক্টর, মিশিগান-বি,এ,ডি.সি. (মিশিগান-বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাসের) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও খাজা শাহাব আহমদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের এক্সিকিউটিভ মেম্বার ও খাজা ট্রাস্টের চেয়ারম্যান।

প্রথম বাংলাদেশী হিসেবে খাজা শাহাব আহমদের এ বিজয়ে প্রবাসিদের মধ্যে আনন্দের বিরাজ করছে এবং খাজা শাহাব আহমদ তার এ বিজয়ে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ও সবার দোয়া কামনা করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/৬ আগস্ট ২০২০/ডেস্ক/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র খবর

  •   নিউইয়র্ক পুলিশে প্রথম নারী বাংলাদেশি ফজিলা
  •   নিউইয়র্কে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবে মেহেদী কাবুল সংবর্ধিত
  •   কমিউনিটি নেতা শাহিনের খুনীদের শাস্তির দাবীতে আমেরিকাতে প্রতিবাদ সমাবেশ
  •   আমেরিকার মিশিগানে হচ্ছে প্রথম স্থায়ী শহিদ মিনার
  •   নিউইয়র্কে পিতার জীবন বাঁচাতে বাঙালি যুবকের কিডনি দান
  •   জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ভারপ্রাপ্ত সেক্রেটারি লোকমান
  •   স্বাধীনতার সূবর্নজয়ন্তীতে মিশিগান স্টেট যুবলীগের আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন
  •   ২৫ মার্চ ‌‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি মিশিগান স্টেট ছাত্রলীগের
  •   নিউইয়র্কে কাইযুম চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
  •   জুয়েল সাদতের "সাদা মার্জিন" বেরিয়েছে