আজ মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ইং
অস্ট্রেলিয়া প্রতিনিধি :: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুর আত্মার মাগফিরাত কামনা করে জাসাস অস্ট্রেলিয়ার ভার্চুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে অংশ নেন জাসাস অস্ট্রেলিয়া শাখার সভাপতি আব্দুস সামাদ সিবলু , সেক্রেটারি মো. জুমান হোসান, সাংগঠনিক সম্পাদক (সিডনি) এ কে মানিক ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু, আশরাফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য মুহাম্মদ রাশেদুল হক, অস্ট্রেলিয়া বিএনপির যুগ্ম আহবায়ক, রুহুল আমিন, অস্ট্রেলিয়া বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর জয়েন্ট সেক্রেটারি এডভোকেট শিবলু গাজী ও সিডনি বিএনপির সেক্রেটারি খালিদ হোসেন ।
সিলেটভিউ২৪ডটকম/৩১ জুলাই ২০২০/জুমান/আরআই-কে