আজ মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ইং
নিজস্ব প্রতিবেদক :: অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট ফজলুল বারীর বড় ছেলে অমর্ত্য (২১) ইন্তেকাল করেছেন। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সোমবার (২৪ আগস্ট) ভোরে তিনি দেশটির সিডনিতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
অমর্ত্য ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে অর্থনীতি বিষয়ে অধ্যয়নরত ছিলেন।
সাংবাদিক ফজলুল বারী ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফেইসবুকে লেখেন, ফরেনসিক তদন্তের জন্য অমর্ত্য'র লাশ পুলিশ নিয়ে গেছে। লাশ পাবার পর দাফন করা হবে সিডনির লকউড কবরস্থানে।
সিলেটভিউ২৪ডটকম / ২৫ আগস্ট, ২০২০ / শাদিআচৌ / ডালিম