আজ শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ইং
অস্ট্রেলিয়া প্রতিনিধি :: জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া গ্রাম নিবাসী, অস্ট্রেলিয়া প্রবাসী জাহিদুর রহমানের পিতা আব্দুল মান্নান মনই মিয়া (৭৫) মঙ্গলবার দুপুর ১২ টায় সিলেট নগরীর হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।)
তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি ও জাসাস অস্ট্রেলিয়ার নেতারা।
এক শোকবার্তায় বিএনপি ও জাসাস অস্ট্রেলিয়ার নেতারা বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল বিএনপি অস্ট্রেলিয়া নেতা জাহিদুর রহমানের। বিএনপি-কে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে তিনি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছেন। আমরা তার বাবার মৃত্যুতে গভীরভাবে সমব্যাথী জানাচ্ছি ।
এই যৌথ বিবৃতি প্রদান করেন, বিএনপির আহবায়ক বিএনপি নেতা নাসির উল্লার, অস্ট্রেলিয়া বিএনপির সদস্য সচিব বিএনপি নেতা ও মূলধারার রাজনীতিক রাশেদুল হক, ফারুক খান ফাউন্ডার সেক্টরেটরি বিএনপি অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া বিএনপি নেতা শাহীন আল কবির যুগ্ম আহবায়ক তাওহিদ আহমদ, এডঃ শিবলু গাজী, ইলিয়াস কানচন শাহিন, খন্দকার নাফিস আহমদ, মির্ঝা তারেক বেগ, জয় আহমেদ, কবির আহমেদ, নজরুল ইসলাম নাফিস, আশরাফুল ইসলাম, মহম্মদ রুহুল আমিন, তারিকুল ইসলাম মিঠু, খালিদ হোসাইন, মুহাম্মদ রাকিবুল ইসলাম গৌছ, রাছেল সিদ্দিকী এবং জাসাস অস্ট্রেলিয়া শাখার সভাপতি আব্দুস সামাদ সিবলু ও সেক্রেটারি মো. জুমান হোসান।
সিলেটভিউ২৪ডটকম/১৫ আগস্ট ২০২০/এমজেএইচ/এসডি