আজ মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ইং
মোহাম্মদ জুমান হোসেন, অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়অর মিন্টো ফিলিপ স্ট্রীট যুবদল এর কেন্দ্রীয় কার্যালয়ে ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুন উড়িয়ে কেক কেটে আলোচনা সভা করে পালন করা হয়।
গত ৩০ শে অক্টোবরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবদল অষ্ট্রেলিয়ার সভাপতি ইয়াসির আরাফাত সবুজ, প্রধান বক্তা ছিলেন খায়রুল কবীর পিন্টু (সাধারন সম্পাদক যুবদল অষ্ট্রেলিয়া), বিশেষ বক্তা ছিলেন ইন্জিনিয়ার কামরুল ইসলাম শামীম (সিনিয়র সহ সভাপতি যুবদল অষ্ট্রেলিয়া),অনুষ্ঠান পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু (সাংগঠনিক সম্পাদক যুবদল অষ্টেলিয়া),অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ সাইফ(সভাপতি নিউসাউথওয়েলস যুবদ),জসিম (সাধারন সম্পাদক নিউসাউথওয়েলস যুবদ),নাসির উদ্দিন বাবুল (যুগ্নসম্পাদক নিউসাউথওয়েলস যুবদল),বক্তারা দেশের ঘুম,খুন,ধর্ষন দুর্নীতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলীয় নেতাকর্মীদের দায়ী করে এদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান,এবং দেশের জনগনকে দেশের গনতন্ত্র,ভোটাধিকার ,বাকস্বাধীনতা ফিরিয়ে আনার জন্য রাজপথে নামার জন্য আহবান জানান,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুদ্দুসুর রহমান,মোহাম্মদ তোফাজ্জল হোসেন,মিলন ফকির,মো: হাসনাত হোসেন,নুর মোহাম্মদ,সাইফ ও অন্যান্য নেতৃবৃন্দ।
সিলেট ভিউ ২৪ ডটকম/ ৩ নভেম্বর ২০২০/ জুমান/পিটি