আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ব্রিটেনে পপ আপ ভ্যাকসিন ক্লিনিকে সাফল্য

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-২৫ ১২:২৯:৫৩

এহসানুল ইসলাম চৌধুরী শামীম, যুক্তরাজ্য : উৎসবমুখর আমেজের মধ্য দিয়ে ব্রিটেনের নর্থাম্পটনের ক্লেয়ার স্ট্রিট মস্কএবং ইসলামিক সেন্টারে প্রথম বারের মতো শুক্র বার আয়োজন করা হয়েছিলো পপ আপ ভ্যাকসিন ক্লিনিকের। এতে ব্রিটিশ বাংলাদেশীসহ এথনিক মাইনোরিটির অর্ধশত জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এ পপ আপ ভ্যাকসিন ক্লিনিকের আয়োজন করেছিলো নর্থাম্পটন কমিউনিটিস এলায়েন্স।সহযোগিতায় ছিলো নর্থাম্পটন জেনারেল হাসপাতাল।

এ পপ আপ ভ্যাকসিন ক্লিনিকে সকলের মধ্যে সাড়া পরায় আগামী রমজান মাসের আগে আরো একটি পপ আপ ভ্যাকসিন ক্লিনিকের আয়োজন করার চিন্তা করছেন কাউন্সিলর এনামুল হক। তিনি বলেন, খুব বেশি মানুষ আগ্রহ নিয়ে ভ্যাকসিন দিয়েছেন। আমরা সফল হয়েছি। শুক্রবার (২৬ মার্চ) বিকাল দুইটা থেকে পাচঁটা পর্যন্ত ক্লেয়ারস্ট্রিট  মস্কে দীর্ঘদিন লাইন ধরে ভ্যাকসিন নিতে দেখা যায়। ভ্যাকসিন নিতে পেরে অনেকে আনন্দিত ।

নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন এর সাবেক সেক্রেটারি আফতাব আহমদ বলেন, আমি প্রথম ডোজ নিলাম।আমি আশাকরি ভ্যাকসিনের উছিলায় আমি করোনা থেকে মুক্ত থাকবো।অন্যকে মুক্ত রাখতে সাহায্য করবো। হেকিম আলি মনছুর বলেন, আমি এ ভ্যাকসিন ক্লিনিকে প্রথম ভ্যাকসিন দিলাম।খুব ভালো লাগছে।
আলাউদ্দিন বলেন সবাই ভ্যাকসিন দিবেন।আমি দিলাম।ভয় পাবেন না।

এশিয়ান ,আফ্রিকান সহ  সকল এথনিক মাইনোরিটির পঞ্চাশ বছররের উপরের বস্করা  যারা ভ্যাকসিন নিতে পারেন নাই তাদের সুবিধার্থে  এই ভ্যাকসিন সেন্টার কাজ চালিয়েছে।ভ্যাকসিন নিন।সবাইকে ভ্যাকসিন নিতে আগ্রহী করে তুলুন।আসুন আমরা সবাই মিলে ভ্যাকসিন গ্রহন করি।করোনার হাত থেকে নিজেকে রক্ষা করি।


সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-১৬

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া