আজ মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ইং

বই মেলায় লিনু ফারজানার দুই বই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-১৯ ১০:৫৭:০৪

সিলেট :: অমর একুশে বই মেলায় পাওয়া যাচ্ছে গল্পাকার ফারজানা ইসলাম লিনুর দুটি বই। মেলার ৩৩২-৩৩৩ নম্বর স্টলে চৈতন্য প্রকাশনীতে পাওয়া যাচ্ছে তার লেখা সাড়া জাগানো উপন্যাস ‘রুমানা’ ও  স্মৃতি গল্পের বই ‘অমরত্বের প্রত্যাশা নেই’।  

এছাড়া আগামী ২০ মার্চ সিলেটের বই মেলায়ও  পাওয়া যাবে বই দুটি।

সিলেটভিউ২৪ডটকম/মিআচৌ-৩







শেয়ার করুন

আপনার মতামত দিন