আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ইং
শান্তা ধর
বাদল দিনে মেঘলা মনে
*শান্তা ধর*
একি বাদল দিনে, ঘুম জাগানি চোখে-
উত্তাল সে স্নিগ্ধতা ধরা দেয়নি যে বড়।
কখনো গাইছে পাখি দোলিছে আঁচল,
উড়ায়ে নিলো বুঝি
দুখেরও আদল।
ফিরিয়ে দিলো সে আজ সুখের ছোঁয়া,
বন্দি যে ছিলো আজ পেলো সে ছাড়া।
ডাকিয়া উঠিলো কোকিল মশাই,
এই বুঝি তার প্রাণ যাই যাই।
বলে কি গো, দিবে নাকি আমাকে
একটু ঠাঁই।
উত্তাল বৃষ্টি, টালমাটাল হাওয়া
এলো চুলে আজ তারেই চাওয়া।
ওগো শুনছো, আমি যে আজ বড্ড একা;
তুমি কি আসবে রাঙাতে
তোমার নামে যে আঁকা।।