আজ শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ ইং

মাহে রমজান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৯ ০০:১৪:৫৮

নুসরাত জাহান চৌধুরী
----------------------------

এলো রে এলো এলো
পবিত্র মাহে রমজান,
জেগে ওঠ তোরা সব
হে ধর্মপ্রাণ মুসলমান।

তাকওয়া অর্জন করতে হও আগুয়ান
পালন করো মহাপ্রভুর মহান আহবান।
রোজা রেখে করোনা মোটেও অন্যের গীবত,
নাহলে আর থাকবেনা তুমি রাসূলের উম্মাত।

অন্যকে যা শিক্ষা দেবে,
সবার আগে তা নিজে করবে পালন।
অন্যায়-অবিচার সামনে পেলে
করো সর্বদা বারণ।

ঈমানকে চার্জ দেবে এমনভাবে ফুল করে,
বাকি এগারো মাস যাতে সেই চার্জেই চলে
শয়তান ছাড়া পেলেও যেন তার
ভয়ংকর কুমন্ত্রণা পাকড়াও না করতে পারে।

দেখাও হে মুসলিম তোমার ঈমানের জোর
আল-কোরআনের সুরে মেলাও স্বীয় সুর,
তবেই তোমার ইবাদাত হবেগো মঞ্জুর।

শেয়ার করুন

আপনার মতামত দিন