আজ শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ ইং
ড. মো. নিজাম উদ্দিন
ওরা বেড়াতে এসেছিল এইতো গতকাল-
আজ নিজ বাড়িতে ফিরে গেছে-
ওরা ফেরার জন্যই উদগ্রীব ছিল-
তাই বালির বাঁধ ছেড়ে আসল ঠিকানায় স্থিতি হয়েছে-
মধুচন্দ্রিমার এ সুবর্ণ সুযোগ যাচ্ছেতাই ব্যবহার করে-
মহাপ্রলয়ে ফেরারি হয়েছে-
যৌবন সব শূন্য খাঁচায় ফেলে রেখে -
অসীমের কাছে মিলিয়ে গেছে-
কেউ জিতেছে এ খেলায়-
কেউ বা হেরেছে না বুঝে ভবিতব্য, হেলায়-
বিধাতার সৃষ্টি – ধ্বংস লীলার মহান মাজেজা গাঁথা -
বোঝার ক্ষমতা কারো নাই-
অতি ছোট্ট এ জীবন বড্ড নিরুপায়-
অতিথিশালা এখন অন্য কারো পদচারনায় মুখরিত-
সব মিছিলের শেষ সীমানা চিহ্নিত এক বিন্দুতে-
নীরবে রোদন তব স্রষ্টার কল্পিত পদযুগলে-
ক্ষণিকের বাঁধন, মোহ ছেড়ে – নিদ্রাহীন রাত্রিযাপন-
ভোরের আলোয়, সঞ্চয়ে ভরুক শূন্য হাত অনন্ত পথের আঁচলে।