আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কবিতা || অক্সি-বারুদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-১৭ ২৩:৪২:০২



ড. মো. নিজাম উদ্দিন

কবির কলম লেখার শক্তি হারিয়ে ফেলেছে-
বিবেক বুদ্ধি লোপ পেয়েছে নিজের ব্যর্থতায়-
শ্রবণ শক্তি তলানিতে, তাই কথা বলতে গিয়ে তোতলায়-
চোখ ঝাপসা, অনিদ্রা আর নিদ্রার পার্থক্য বুঝতে পারে না-
বারুদের গন্ধ এখন অক্সি-বারুদ হয়ে ঢুকছে ফুসফুসে-
করোনার দখলে থাকা কোষগুলো নতুনের সাথে সন্ধি করেছে দ্রুতলয়ে-
ঈসার (আঃ) পবিত্র বাণী বিবর্জিত আজ ওরা হায়ানা রূপে-
মহা পবিত্র কুরআনের মর্মগাথা ‘আশরাফুল মাখলুকাত’ আজ ভুলন্ঠিত-
স্বাধীনতা - মানবতা শব্দযুগল হঠাৎ উধাও মোড়লদের ডিকশনারি হতে-
ধ্বংসাবশেষে অর্ধ শরীর আটকে থাকা-
শিশুর শুকনো ওষ্ঠদয় আজ আকাশ পানে তাকিয়ে শূন্যতায়-
কোন প্রশ্নের উত্তর খোঁজে?
ফিলিস্তিনিদের আত্মরক্ষার অধিকার থাকতে নেই-
সেটা শুধুই মানুষদের (!)-
ওদের থাকার জন্য ঘরদোরের দরকার নেই-
বনজঙ্গল-নোম্যন্সল্যান্ড তাহলে কিসের জন্য (!)?
নীরব জাতিসংঘ ভেটোর ভয়ে কম্পমান-
মেরুদন্ডহীন ওআইসি সিদ্ধান্ত হীনতায়-
আরও মৃত্যুর পরোয়ানা আকাশে বাতাসে-
পিশাচ নেতানিয়াহুর হুঙ্কার, রক্তের হলিখেলা-
যদি একদিন মোড়লদেরও ছোবল মারে, আশ্চর্য হবে কি বিশ্ব?
নেড়ি কুত্তার আত্মসমর্পন সেদিন হয়তো দূরে নয়,
জেরুজালেম কখনো অপবিত্র হবার নয়।

শেয়ার করুন

আপনার মতামত দিন