আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

রোহিঙ্গারা কোন ধরণের অতিথি?

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-০৬ ২৩:১৯:৩৫

মুহাম্মদ সিরাজ উদ্দিন::   রাজনৈতিক অতিথি? অস্থায়ী অতিথি? নাকি স্থায়ী অতিথি? জানিনা ওরা কোন ক্যাটাগরিতে পড়বে। তবে প্রবাদ রয়েছে; "necessity knows no low" ওরা ভারতেও যায়নি। যেন এক অজানা শক্তিতে বলিয়ান হয়ে জীবন বাঁচাতে চলে আসছে বাংলাদেশে,যে ভাবে আমাদের মা-বোনেরা ঘর-বাড়ী ছেড়ে ভারতের দিকে পাড়িয়ে জমিয়েছিল ১৯৭১সালে মুক্তিযুদ্ধের শুরুতে। এযেন ঠিকনাবিহীন মানুষের ঢল অচেনা ঠিকানার উদ্দেশ্যে ছুটে চলেছে একটু আশ্রয়ের জন্য, মাথা গুঁজার ঠাঁই পাওয়ার জন্য। আল্লাহর এই বিশাল দুনিয়ায় এসকল মানুষ নামের প্রাণীদের বস বাসের জন্য কি কোন শর্তহীন আশ্রয় নাই? হায়রে বিশ্বমানবতা!

ধিক্কার জানাই, এসব কুমির কান্নার জন্য,এসব অসভ্য রাজনৈতিক-কুটনৈতিক নাটক মঞ্চস্থ করার জন্য!

ওদেরতো আর কিছুই নাই।ওরা নিঃস্ব,সর্বহারা।সু চি সরকার কঠিন কঠিন শর্ত দিচ্ছে যাতে ওরা না যায়। ওরা আজ নিজ জন্ম ভূমিতে পরবাসী, মোহাজের। বন্দুকের নলের সামনে তিলে তিলে শেষ হয়ে যাওয়া একটি মানবগোষ্ঠীর নাম রোহিঙ্গা।



লেখক- বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান।

শেয়ার করুন

আপনার মতামত দিন