আজ বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ ইং

কবিতা: সাম্যতা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২৭ ১৩:৩৮:০৪









কবিতা: সাম্যতা
ড. মো. নিজাম উদ্দিন


আপনাতে পর খোঁজ তুমি পরের মাঝেতে আপন
আপন পরের চির চেনা ভেদাভেদ ঘুচবেই তখন ।।
মাকে খোঁজ রাস্তায় খোড়া অভুক্ত নারীর মাঝে
বোন ভাবো কালচে মেয়েকে বস্তিতে ফেরে-যে সাঁঝে ।।
হাতটি ধরো ভাইয়ের মমতায় শীর্ণকায়-যে টুকরী মাথায়
ভিখারি তোমার বাবা হলে কেমন হতো শূন্যতায় ।।
প্রকৃতি তোমাকে আজকে দিয়েছে কালকে নেবে ফেরত
প্রকৃতির খেলা প্রকৃতি খেলবে আমরা শুধুই আড়ত ।।
উজানে সাগর উথাল পানে ভাটিতে পিছু টানে
যৌবন উত্থিত জীবনের গানে বার্ধক্যে হার মানে ।।
এসো খুজি জীবনের মানে অহমিকা ভেঙ্গে রণে
হালখাতায় নিজেরে সাজাই জেনে সাম্যতা মেনে মনে ।।

@

শেয়ার করুন

আপনার মতামত দিন