আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বঙ্গবন্ধুর হাল

কবি শেখ মো. হানিফ উদ্দিন, সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৫ ১৭:০৩:১৩    আপডেট : ২০১৯-০৮-১৫ ১৭:০৩:৫৯

বঙ্গবন্ধুর হাল
কবি শেখ মো. হানিফ উদ্দিন

বঙ্গবন্ধু তুমি এসেছিলে ভবে
সাড়ে সাত কোটি বাঙালিকে মুক্ত করিতে।
তোমার জীবন বাজী রেখে
ধরে ছিলে হাল, যার ফসল।
পাব আমরা চিরকাল।
নেতা আসবে ঝাঁকে ঝাঁকে,
বঙ্গবন্ধুর সাহস পাইবে কে।
বঙ্গবন্ধুর ৬ দফার ডাকে পাকিস্তানীরা যখন করে বেইমানী
ইলেকশন দিবে বলে করে হয়রানী।
ইলেকশন যখন হয় এককভাবে
বঙ্গবন্ধুর নৌকার জয়,
মানিয়া নিতে পারেনা পাকিস্তানের কেউ।
তারপরেও বঙ্গবন্ধু আলাপ আলোচনার মাধ্যমে
চেয়েছিলেন সমাধান।
পাকিস্তানী দুসররা রাখে না আলোচনার মান।
ক্ষিপ্ত হয়ে ধরে নেয় বঙ্গবন্ধুকে
পশ্চিম পাকিস্তানে এবং ২৫ মার্চ
হত্যাযজ্ঞ শুরু করে পূর্ব পাকিস্তানে ।
এই তো যুদ্ধ শুরু হয় পূর্ব পাকিস্তানে।

শেয়ার করুন

আপনার মতামত দিন