আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

অগ্নী কন্যা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২১ ১৮:২৫:৫৮

#কবি শেখ মো. হানিফ উদ্দিন#

পিতা মাতা ভাই হারা, ছিলো দুই বোন
নাম ছিলো শেখ হাসিনা ও শেখ রেহানা।
তারা ছিলো বিদেশেতে, লেখাপড়া করিতে,
হঠাৎ ১৫ই আগস্ট ১৯৭৫ ইংরেজী আসিলো, এক কলঙ্ক ঝড়
মুছেদিলো সোনার বাংলা গড়ার রুপকর।
এই ব্যথা নিয়ে এদেশ অদেশ ঘুরে, বহু কষ্ট করে
পাড়ি জমায় বাংলাদেশের ঝড়ে ভাঙা বাড়িতে।
পিতার সোনার বাংলার বাড়ি গড়িতে।
এবাড়ি ওবাড়ি যায়, ধার করজের
সাহায্যের হাত পাতায়।
তখন ই পাড়া-পড়শি, অপবাদ দিয়ে খেদায়।
দুই বোনকে চিন্তায় পালায়,
বুদ্ধিমান পিতার মেয়ে, বুদ্ধি দিয়ে গড়বে ঘর বলে।
বুদ্ধি দিয়ে গড়ে ঘরের পদ্মার ঈশানের খুঁটি,
তাকিয়ে তাকে অপবাদ দেওরা জুটি।
কিভাবে আসিবে পাশে, খোঁজে নাহি পায়,
জোট ভাঙিয়া পাশে আসার পথ খোঁজায়।
ঘরের ডিজাইন দেখে, নিজ ঘরে বসিতে না পারে,
উঁকিঝুঁকি মারে, ব্যবসা করিতে টাকা দেবে বলে।
কোথায় গেলো আগের অপবাদ,
এখন নাইগো আর তলা বিহীন ঝুড়ি।
শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের নাম শোনা যাচ্ছে, ভুরি ভুরি।

@

শেয়ার করুন

আপনার মতামত দিন