আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

লালবাতিতে সুপুরুষ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২৭ ১২:২৩:১২

লালবাতিতে সুপুরুষ

:: জুয়েল সাদত ::
(একজন ওএসডি’র আ্ত্বকাহিনী)


এটা কোন ষ্ট্রীটের কোন লাল বাতি নয় –
যেখানে তুমি তুমরা সোজা হয়ে দাড়িয়ে যাও
এটা আমার মনের ষ্ট্রীটের লাল বাতি
যেটা আমার কামড়ার সামনে মিটিমিটি জ্বলে
আমার সুবোধ চাপরাশিটা টুলে বসে, দিবা নিদ্রায় ঝিমোয়।
 
আমি নিজের ভেবে তাকে ঢেকে নিয়ে নিউক্লিয়াস খুজি।
যে ফাইলটায় সই করব ভাবছিলাম, কি যেন ভেবে সবুজ বাতি আর জ্বলে না,

আমি নিজে্ই জ্বলে উঠি অন এয়ারে, রেকডিংয়ের লাল বাতিতে
বলছিলাম, আমার তুমার আামদের কথা। অগোছরে সাবাই লাল বাতিতে আটকা।

কেউ ফিসফিস করে বলে বলে ট্রাপ, কেউ বলে যুবা সুপুরুষ, আমি বলি অপয়া সময়,
ভাল করি দেখি। দেখি বার বার।

সমিকরনের সাথে নিউক্লিয়াস বডড বেমানান।
কজন্ই বা মানে, আমাদের মাঝে আমরা সবাই লালবাতিতে সুপুরুষ ।

লেখক : কবি, সাংবাদিক, সম্পাদক (ফ্লোরিডা)

শেয়ার করুন

আপনার মতামত দিন