আজ বুধবার, ০৮ মে ২০২৪ ইং

অগোছালো জীবনের বেহিসাবী চলাচল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-১০ ১১:৪০:১০


ড. নিজাম উদ্দিন স্বপন ::
হে প্রভু, আমার মৃত্যুটা সাদামাটা করো,
সৃষ্টিটা যেমন ছিলো সাদাকালো, জলে ভেজা কোমল,
জন্মতিথিতে মায়ের ঝাপসা চোখের ভেতর,
আনন্দ ঠিকরে বের হবার মতন,
যেন হতে পারি তোমার কাছে যাবার জন্য ব্যকুল ।
হে প্রভু, যদি দয়া হয় তবে রমজানের এক শুক্রবার,
ফজর নামাজের পর, জায়নামাজে বসা তজবিহ হাতে,
তোমার ধ্যনে নিমগ্ন আমাকে কাছে টেনে নিও প্রাতে।
হে প্রভু, আমাকে সব প্রিয় মানুষের আগে ডেকে নিও,
বিদায় বেলায় ওদেরকে আমা হতে দূরে রেখো,
এ যে মিলনের যাত্রা, নয়তো বিষাদের শেষ মাত্রা।
আমাকে একটু সময় দিও, কৃতজ্ঞতা প্রকাশের,
তোমার অসীম কৃপার প্রচ্ছন্ন ছায়ার মায়ার।
হে প্রভু, স্বীয় পাপের প্রায়শ্চিত্ত এ জীবনে হবে না জানি,
দেখানো আলোর দিশা হেলায় করেছি অবেলা,
তুমি ক্ষমা করো, নইলে সাধ্য কি আমার হতে পারাপার।
হে প্রভু, পরাভূত আমি নির্লিপ্ত থেকেছি তুচ্ছ ক্ষণিক নেশায়,
ভুল প্রাপ্তির লোভে ভুল ঠিকানায় দৌড়েছি ভবের মেলায়,
বুঝেছি হবে না মুক্তি শেষ এ বেলায়, বিনা তোমার দয়ায়।
দাও প্রভু বিছায়ে ক্ষমার আঁচল,
মুছে দাও অগোছালো জীবনের বেহিসাবী চলাচল।

লেখক : ড. নিজাম উদ্দিন স্বপন

শেয়ার করুন

আপনার মতামত দিন