আজ বুধবার, ০৮ মে ২০২৪ ইং

'বুনন' এর আয়ােজনে কবিতা গল্প আড্ডা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-০৮ ১১:৪২:০৫

সিলেট :: সাহিত্যের ছোটোকাগজ 'বুনন' এর অায়োজনে শনিবার সন্ধ্যায় সিলেটে অনুষ্ঠিত হল এক প্রাণবন্ত সাহিত্য অাড্ডা। সমকালীন বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক পাপড়ি রহমান ছিলেন অাড্ডার প্রধান মুখ।

লিটলম্যাগ, গল্প, উপন্যাস ও সমকালীন বাংলা সাহিত্য নিয়ে তাঁর বক্তব্য সবাইকে মুগ্ধ করে।

অাড্ডায় উপস্থিত ছিলেন অনালোকিতজন গল্পকার ও অনুবাদকক ড. ইশরাত তানিয়া, কবি মালেকা ফেরদৌস, কবি সুলতানা ফেরদৌসি।

গল্পকার শামসুল কিবরিয়ার সঞ্চালনায় অাড্ডার শুরুতে বক্তব্য রাখেন 'বুনন' সম্পাদক কবি খালেদ উদ-দীন, অালোচনা ও লেখাপাঠে অারও অংশগ্রহণ করেন দৈনিক শুভ প্রতিদিন এর বার্তা সম্পাদক কবি সালমান ফরিদ, সনৃত সম্পাদক অাহমদ সায়েম, গল্পকার মেহেদী ধ্রুব, সিলেট মিডিয়ার সভাপতি অাহমেদ বকুল, প্রকাশক সুফি সুফিয়ান, বিজ্ঞানলেখক অনন্ত নিগার, অধ্যাপক কবি প্রণব কান্তি দেব, কবি কার্তিক দাস, কবি মনজুর মোহাম্মদ, চিত্রশিল্পী পর্ণা ধর, সৈয়দ মুক্তদা হামিদ, কবি মহিবুর রহমান মজনু, সংস্কৃতি কর্মি অাশরাফুল ইসলাম অনি, কবি শাহেদ মুনশি, কবি ওয়াহিদ রোকন, সাহিত্যকর্মী সালেহ অাহমদ, অালমগীর অাহমদ, অাব্দুল করিম জীবন, জাহেদ, অানিকা সহ অারও অনেকে।

সিলেটভিউ২৪ডটকম/৮ জুলাই ২০১৮/প্রেবি/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন