আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

মাঝপথের যাত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-১৯ ২১:৪১:১৩




ড. নিজাম উদ্দিন স্বপন

ভীষণ অস্থির লাগছে, জানিনা ভাগ্যের কি লিখন!
ঝুলে আছি ভাঙা ডালে, অবুঝ হৃদয়ের অবলা দোলাচলে!
মাঝপথে তরী থমকে আছে, সময়ের দোলনায় দুলছি
ফিরতে পারছি না ছেড়ে আসা ঘাটে, যদিও পথ জানা ছিল ফেরার,
দৃষ্টিসীমায় দেখা মেলে না, অজানা অচেনা শেষ ঠিকানার।

ঘড়ির কাঁটার যেন অবসর মেলেনা, আমার একা সব দুশ্চিন্তা,
সূর্যের কাছে গেলে বলে তাঁর সময় নেই শুনার আমার যাত্রাগীতি,
নিজেকে নিয়েই সংশয়, সেও শক্তি শূন্য হবে একদিন,
আকাশকে শুধাই, তোমার দিগন্তের মিলন কতদুর?
সেও বলে তাঁর জানা নাই, অস্পষ্ট সবই ধোয়াছা ঘেরা!
বাতাস হতে অক্সিজেন কিছুটা চেয়ে নিলাম, সেও চায় ফেরত কার্বন ডাইঅক্সাইড,
ওর নাকি দেনা অনেক, প্রকৃতির কাছে। নিদ্রা ভেঙে গেলে স্বপনেরাও হারিয়ে যায়।

আবার ‘ভোর’ বলে আমি তো বারবার ফিরে আসি, তুমি যা পারবে না,
ঠায় দাড়িয়ে আছি মাঝপথে, হয়তো এটাই শেষের পথ,
নয়তো আরো কিছুটা দেনা প্রকৃতির কাছে,
শোধ দিতে দিতে এক সময় হয়তো হাপিয়ে উঠবো,
শেষবার নেবো অক্সিজেন, আর দেবো না কিছুই ফেরত তোমাকে প্রকৃতি

দেখি তুমি কি করে এর প্রতিশোধ নাও!
আমাকে কি ফেরাবে আবার তোমার কাছে?
নাকি ঋণী রেখেই বিদায় দেবে?
আবার নতুন কারো সাথে লেনাদেনায় মাতাবে নিজেকে!
মাঝপথের যাত্রীকে শেষের ঠিকানা দেখাবে!


@

শেয়ার করুন

আপনার মতামত দিন