আজ মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ইং
বিনম্র শ্রদ্ধাঞ্জলি
শুয়াইব :
বাংলা ভাষায় বলতে কথা দিলেন যাঁরা প্রাণ,সারাজীবন গেয়ে যাবো তাদের গুণগান।
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি,
রক্তে দিলেন ভাষার জন্য জীবন উজাড় করি।
বাংলা আমার মায়ের ভাষা রক্ত দিয়ে কেনা,
বীর বাঙালি বীরের জাতি বিশ্ববাসীর জানা।
শহীদ হলেন সালাম,শফিক রক্তাক্ত রাজপথ,
শ্রদ্ধা ভরে স্মরণ করি রফিক, জব্বার ও
বরকত।
কতশত গান কবিতা আর নাটক ছায়াছবি,
তোমাদের ত্যাগে পেয়েছি আমরা বাংলা ভাষার রবি।
শ্রদ্ধা ভরে স্মরণ করি গাই তোমাদের গান,
মাতৃভাষা মোদের গরব তোমাদের অবদান।
তোমরা আছো হৃদয় মাঝে শ্রদ্ধার অঞ্জলি,
তোমাদের তরে বিশ্ববাসীর বিনম্র শ্রদ্ধাঞ্জলি।